বাংলাদেশ টেস্ট ক্রিকেটে পা রেখেছিল ২০০০ সালের ১০ নভেম্বর। তার আগে সেই বছরের ২৬ জুন আইসিসির কাছ থেকে টেস্ট মর্যাদা পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দীর্ঘ পথচলার ২৫ বছর পূর্তিতে দেশের ক্রিকেটে যোগ হলো এক নতুন ইতিহাস—মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে উদ্বোধন হলো ‘টেস্ট অনার্স বোর্ড’।
টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আনুষ্ঠানিকভাবে অনার্স বোর্ডের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, সাবেক ক্রিকেটার, বোর্ড পরিচালক এবং কর্মকর্তারা।
এই অনার্স বোর্ডে স্থান পেয়েছেন ২০০০ সাল থেকে এখন পর্যন্ত টেস্ট খেলা প্রতিটি বাংলাদেশি ক্রিকেটার। বোর্ডে রয়েছে ক্রিকেটারদের টেস্ট ক্যাপ নাম্বার, অভিষেকের মাঠ এবং বছর। আকরাম খান, হাবিবুল বাশার, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, এমনকি সদ্য অভিষিক্ত নাহিদ রানা ও নাঈম হাসান পর্যন্ত সবার নাম সেখানে অমর হয়ে রইলো।
ক্রিকেটপ্রেমীদের জন্য এটি শুধু একটি বোর্ড নয়, বরং এক বিশাল আবেগের জায়গা, যেখানে প্রতিটি নামের পেছনে লুকিয়ে আছে সংগ্রাম, সাফল্য আর গর্বের কাহিনি। অনার্স বোর্ডটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের ক্রিকেট ইতিহাস স্মরণে রাখার এক মূল্যবান নিদর্শন হয়ে থাকবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















