অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার যাত্রা শুরু হয়েছিল হারে। কিন্তু টানা দুই জয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পৌঁছেছে। ইন্দোনেশিয়ায় আজ ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনা ৪-০ গোলে পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছায়।
গ্রুপের অপর ম্যাচে জাপান ২-০ গোলে হারিয়েছে সেনেগালকে। এ জয়ের ফলে জাপানেরও দুই জয় থেকে ৬ পয়েন্ট হয়েছে। সমান জয় থেকে সমান পয়েন্ট সেনেগালেরও। ফলে তিন দলই ৬ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছেছে।
বড় ব্যবধানে হেরেছে পোল্যান্ড। তবে আর্জেন্টিনার বিপক্ষে সমান তালে লড়েছে। অন্তত বল দখলের লড়াইয়ের হিসাব সে কথাই বলছে। আর্জেন্টিনা ৫০.৩ ভাগ সময় খেলা নিয়ন্ত্রণ করেছে, বাকি ৪৯.৭ ভাগ সময় খেলা ছিল পোল্যান্ডের নিয়ন্ত্রণে। কর্ণার আবার বেশি পেয়েছে পোল্যান্ড । আর্জেন্টিনার পাওয়া কর্ণারের সংখ্যা পাঁচ, পোল্যান্ড পেয়েছে আটটি।
আর্জেন্টিনার হয়ে গোল করেছেন থিয়াগো ল্যাপলাসে, অগাস্টিন রবার্তো, ইয়ান সুবিয়াব্রে ও সান্তিয়াগো লোপেজ। আর্জেন্টিনা প্রথমার্ধে মাত্র একটি গোল পায়। দ্বিতীয়ার্ধে তারা তিন গোল করে।
এদিকে ‘সি’ গ্রুপেও একই অবস্থা। এ গ্রুপ থেকে ইংল্যান্ড, ব্রাজিল ও ইরান শেষ ষোলেতে পৌঁছেছে। তিনটি দলেরই পয়েন্ট ৬। আজ গ্রুপের শেষ দিনের ম্যাচে ব্রাজিল ২-১ গোলে ইংল্যান্ডকে এবং ইরান ৩-০ গোলে নিউ ক্যালেডোনিয়াকে হারায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















