অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপ ফুটবলে গোল উৎসব করেছে ব্রাজিল। ইন্দোনেশিয়ায় চলমান বিশ্বকাপে ‘সি’ গ্রুপের খেলায় তারা নিউ কালেডোনিয়াকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। জয়ী দল প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। জয় পেয়েছে আর্জেন্টিনাও। ‘ডি’ গ্রুপে জাপানকে তারা ৩-১ গোলে হারিয়েছে।
ব্রাজিলের হয়ে হ্যাটট্রিক করেছেন কাউয়া ইলিয়াস। জোড়া গোলদাতা রোচা। এছাড়া প্রতিপক্ষের জালে একবার করে বল পাঠিয়েছেন হোয়াও কুনহা, ভিতর নুনেজ, এস্তেভাও ও লুইঘি হ্যানরি।
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের এটা প্রথম জয়। প্রথম ম্যাচে তারা ইরানের কাছে হেরেছিল। এ জয়ের ফলে ব্রাজিলের নক আউট পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। ৩ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। তারা ইরানকে ২-১ গোলে হারিয়েছে।
ব্রাজিলের মতো আর্জেন্টিনাও এক জয়ে তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ‘ডি’ গ্রুপে সেনেগাল শীর্ষে। তারা দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেয়েছে। আর্জেন্টিনার পয়েন্ট ৩। সমান পয়েন্ট নিয়ে জাপান তৃতীয় স্থানে। সেনেগাল আজ ৪-১ গোলে পোল্যান্ডকে হারিয়েছে। পোল্যান্ড সবার নিচে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















