অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও জার্মানি। ফুটবলের এই দুই সুপার হাউজের এক দলকে আজ বিদায় নিতে হবে। একই সঙ্গে একটা দল আজ শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে যাবে। ইন্দোনেশিয়ায় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
আর্জেন্টিনা ও জার্মানির সিনিয়র দল একাধিকবার বিশ্বকাপ জিতলেও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ট্রফি এখনো তাদের কাছে অধরা। আগের ১৮ আসরে জর্মানি তো একবার ফাইনাল খেলেছে, আর আর্জেন্টিনার সর্বোচ্চ দৌড় এই সেমিফাইনাল। এবার অবশ্য তারা আরো দূর যাওয়ার মতো স্বপ্ন তাদের সমর্থকদের দেখিয়ে চলেছে।
সেনেগালের কাছে হার দিয়ে আর্জেন্টিনার যাত্রা শুরু হয়েছিল। তারপর অবশ্য তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গ্রুপ পর্বের দুই ম্যাচেই তারা ভালোভাবে জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় রাউন্ডে তো ভেনেজুয়েলাকে উড়িয়ে দিয়েছিল। জয় পেয়েছিল ৫-০ গোলে। তবে মেসির উত্তরসূরীরা দেশবাসীকে সবচেয়ে বেশি আনন্দে ভাসিয়েছে কোয়ার্টার ফাইনাল ম্যাচে। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে এক প্রকার উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা।
অন্যদিকে গ্রুপ পর্বে জার্মানি ছিল অপ্রতিদ্বন্দ্বী। তবে দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনালে তাদের যথেষ্ঠ ভুগতে হয়েছে। দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়েছিল। আর কোয়ার্টার ফাইনাল স্পেনের বিপক্ষে জয় পেতে পেনাল্টির ওপর নির্ভর করতে হয়েছিল।
আর্জেন্টিনার সিনিয়ররা একাধিকবার বিশ্বকাপ জয় করেছে। অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলেও শিরোপা রয়েছে তাদের। কিন্তু অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে তাদের জন্য একটা লজ্জা হয়ে আছে। এবার সেই লজ্জার ইতিহাস থামিয়ে দিতে চান দলটির কোচ দিয়াগো প্লাসেন্তে। তিনি বলেন, আমরা এখন আর হালকা চালে চলতে চাই না। আমরা জানি এখন আমাদের ভালো করার সুযোগ রয়েছে। আমাদের সিনিয়ররা যা করেছে তাতে আমরা গর্বিত। আমরা একই কাজ করতে চাই। সাফল্যের জন্য আমরা ক্ষুধার্ত।
অন্যদিকে জার্মানির কোচ ক্রিশ্চিয়ান ওয়াক বলেন, আমরা আমাদের শক্তির কথা জানি। একই সঙ্গে আর্জেন্টিনার শক্তি কোথায় তাও জানি। আমি নিশ্চিত উভয় দল দারুণ খেলা উপহার দেবে। আমি ইতিবাচক খেলা খেলতে চাই এবং জিততে চাই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















