অপেক্ষায় সহযোগীদের আরও একটি ‘ব্লকবাস্টার’

জমে উঠেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দুই দিন জমজমাট লড়াই উপহার দিয়েছে আইসিসির সহযোগী দলগুলো। আজ বিশ্বকাপের নবম আসরের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের ডালাসে এমন আরো একটি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে নেপাল ও নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টায়।

বিশ্ব আসরে ১০ বছর পর ফিরেছে নেপাল। অন্যদিকে সর্বশেষ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে এবারের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। এই দুই দল একে অপরের কত বড় প্রতিদ্বন্দ্বী তা বোঝা যাবে পরিসংখ্যানের দিকে তাকালেই।

সর্বশেষ ছয় দেখায় টানা দুই ম্যাচ জিততে পারেনি কোনো দলই। এমনকি সর্বশেষ দুইটি টি-টোয়েন্টি সিরিজও এই দুই দল জিতেছে পালাক্রমে।

নেপালিদের ভয়ডরহীন ব্যাটিং নাকি ডাচদের অভিজ্ঞতা; কে জিততে চলেছে এমন একটা ‘ব্লকবাস্টার’ তা জানা এখন শুধুই সময়ের অপেক্ষা।

Exit mobile version