চার বছর পর লিওনেল মেসির বকেয়া পারিশ্রমিক পরিশোধে উদ্যোগ নিয়েছে বার্সেলোনা। ২০২১ সালে বার্সার সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করে ক্লাব ছাড়েন আর্জেন্টাইন মহাতারকা। যদিও তার শেষ চুক্তির একাংশের অর্থ এখনও ক্লাবের কাছে বকেয়া ছিল। স্প্যানিশ দৈনিক ‘স্পোর্ত’ জানিয়েছে, প্রায় ৬ মিলিয়ন ইউরো, অর্থাৎ ৮৫ কোটি টাকার বেশি পেতে যাচ্ছেন মেসি।
২০২০ সালে বার্সার সঙ্গে মেসির শেষ চুক্তির আওতায় ৪৮ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাওয়ার কথা ছিল, যা পরিশোধ হওয়ার কথা ছিল কয়েক কিস্তিতে। তবে করোনা মহামারির পর বার্সার অর্থনৈতিক দুরবস্থার কারণে চুক্তির শেষ কিস্তি স্থগিত হয়ে যায়। শুধু মেসিই নন, সেই সময় আরও কয়েকজন খেলোয়াড় ও কোচও পারিশ্রমিক পাননি—এর মধ্যে ছিলেন উমতিতি, বুসকেটস, কৌতিনিয়ো ও সাবেক কোচ রোনাল্ড ক্যোমান।
বার্সার তৎকালীন সভাপতি বার্তামেউয়ের আর্থিক দুর্বল ব্যবস্থাপনা ও করোনা সংকট পরিস্থিতি আরও জটিল করে তোলে। এরপর থেকে বার্সা নানা সমস্যায় জর্জরিত হয়, এমনকি এবারের মৌসুমেও কিছু খেলোয়াড়কে রেজিস্ট্রেশন নিয়েও আইনি সমস্যায় পড়তে হয়।
অন্যদিকে, বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মেসি, যেখানে তার আয় বছরে ২০.৪৪ মিলিয়ন ডলার—যা এমএলএসের অন্য সব খেলোয়াড়দের সম্মিলিত বেতনের চেয়েও বেশি। ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিয়ে বর্তমানে পিএসজির বিপক্ষে মুখোমুখি হতে চলেছেন তিনি, যেখানে তার ক্লাব মায়ামি দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















