এক বছর আগেই শেষ হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, কিন্তু অংশগ্রহণকারী ওমান দলের ক্রিকেটাররা এত দিনেও পাননি প্রাপ্য প্রাইজমানি। অবশেষে লম্বা সময় পর সেই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওমান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ক্রিকেটারদের প্রাপ্য অর্থ আগামী জুলাইয়ের মধ্যেই পরিশোধ করা হবে।
বিশ্বকাপে ১৩ থেকে ২০ নম্বর স্থানে থাকা দলগুলোকে আইসিসি ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার করে পুরস্কার দিয়েছিল। নিয়ম অনুযায়ী, এই অর্থ টুর্নামেন্ট শেষ হওয়ার ২১ দিনের মধ্যেই খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দেওয়ার কথা। আইসিসি সময়মতো অর্থ দিলেও, ওমান ক্রিকেট এক বছরের বেশি সময় ধরে তা আটকে রেখেছিল।
এই অর্থ না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে ওমান দলের ক্রিকেটাররা। এরই ধারাবাহিকতায় তারা ঘরের মাঠে ইমার্জিং টিমস এশিয়া কাপ বয়কট করে। ফলস্বরূপ, ১১ জন ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তিও স্থগিত করে বোর্ড।
তবে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছালেও, খেলোয়াড়দের দোষারোপ করছেন বোর্ডের চেয়ারম্যান পাঙ্কাজ খিমজি। তিনি বলেন, “খেলোয়াড়রা বিষয়টি সম্পর্কে জানত এবং নির্ধারিত সময়সীমা সম্পর্কে আমরা স্বচ্ছ ছিলাম। কিন্তু ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে দেশের হয়ে না খেলার সিদ্ধান্ত শুধু দায়িত্বজ্ঞানহীনতা নয়, দেশের জন্যও অবমাননাকর।”
বোর্ডের এমন অবস্থানের ফলে অনেকেই এর পেছনে প্রশাসনিক গাফিলতির দিকেই ইঙ্গিত করছেন। তবে অবশেষে ক্রিকেটাররা তাদের প্রাপ্য অর্থ পেতে যাচ্ছেন, এটিই আপাতত সবচেয়ে বড় স্বস্তির খবর।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














