অবশেষে জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক ঐতিহ্যবাহী দলটি নিজেদের মাঠে বার্নলিকে হারিয়েছে। ৩-২ গোলের জয়। তবে নাটকীয় বলা যায়। নিশ্চিত ড্র ম্যাচে ৯৭ মিনিটে পেনাল্টি থেকে গোল জয় পায় তারা।
এবারের প্রিমিয়ার লিগে এটা ম্যানইউয়ের প্রথম জয়। আগের দুই ম্যাচে তারা একটিতে ড্র করেছে, অন্যটিতে হার। ম্যানইউয়ের নাটকীয় জয়ে পেনাল্টিতে গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ।
ফুটবলপ্রেমীদের অনেকেরই এ ম্যাচকে ঘিরে একটা বাড়তি মনোযোগ ছিল। রুবেন আমোরিমের প্রশিক্ষণাধীন দলটি এবার যাচ্ছেতাইভাবে মৌসুম শুরু করেছে। কারাবাও কাপে চরমভাবে বিধ্বস্ত হয়েছে তারা। চতুর্থ বিভাগের দল গ্রিমসবাইয়ের কাছে হেরে যায় তারা। এই ধাক্কাটা কিভাবে সামলে ওঠে ম্যানইউ তা নিয়ে অনেকেরই আগ্রহ ছিল। শেষ পর্যন্ত মৌসুমের প্রথম জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
ম্যানইউয়ের এ জয় যে সমর্থকদের মনে স্বস্তি এনে দিয়েছে তা নয়। এক পর্যায়ে তারা ২-০ গোলে এগিয়ে ছিল। ২৭ মিনিটে আত্মঘাতি গোলে তারা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে শুরুতে ব্রায়ান বিউমোর গোলে ব্যবধান বাড়িয়ে নেয়। কিন্তু মাত্র ১১ মিনিটের ব্যবধানে সফরকারী দল বার্নলি তাদের হাসি কেড়ে নেয়। লিলি ফস্টার ৫৫ মিনিটে এবং জাইডন অ্যান্থনি ৬৬ মিনিটে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। ফলে পয়েন্ট ভাগাভাগির সম্ভাবনা জোরালো হয়ে ওঠে।
ম্যাচের নির্ধারিত সময় তখন শেষের পথে। ৯০ মিনিট শেষ, ইনজুরি সময়ের খেলাও শেষের পথে। ঠিক তখনই ভুল করে বসেন বার্নলির জাইডন অ্যান্থনি। তিনি ম্যানইউয়ের একটা আক্রমণ রুখ দিতে আমাদকে বাজেভাবে ফাউল করেন। পেনাল্টি পায় ম্যানইউ। ব্রুনো ফার্নান্দেজ গোল করে দলকে জয় এনে দেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















