অবশেষে স্থগিত ইমার্জিং নারী এশিয়া কাপ। শ্রীলঙ্কায় প্রতিকূল আবহাওয়া ও চিকুনগুনিয়া রোগের বিস্তারে স্বাস্থ্যগত উদ্বেগের কারণে ইমার্জিং এশিয়া কাপ স্থগিত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সোমবার এক বিবৃতিতে জানিয়েছে এই খবর।
আয়োজক বোর্ড শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভার চিঠির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। টুর্নামেন্ট শুরুর নতুন তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে এসিসি।
আগামী শুক্রবার শুরু হওয়ার কথা ছিল নারী ইমার্জিং টিমস এশিয়া কাপের দ্বিতীয় আসর। ২০২৩ সালে হংকংয়ে অনুষ্ঠিত প্রথম আসরের ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত ‘এ’ দল।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছিল যে, ভারত ও পাকিস্তানের উত্তেজনাময় পরিস্থিতির পর এসিসির আসন্ন টুর্নামেন্টগুলো থেকে ভারত নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে আগামী সেপ্টেম্বরে ছেলেদের ছয় দলের এশিয়া কাপ হওয়ার কথা ভারতে।
