বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ক সোফি ডিভাইন। ভারত ও শ্রীলঙ্কায় আসন্ন বিশ্বকাপই হবে তার ওয়ানডে ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। তবে টি-টোয়েন্টি নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি তিনি। জানিয়েছেন, শুধুমাত্র খেলার স্বাধীনতা পেলে এই ফরম্যাটে চালিয়ে যেতে পারেন।
৩৫ বছর বয়সী ডিভাইন ২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে জাতীয় দলে অভিষেক করেন। এরপর দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিউজিল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে। ওয়ানডেতে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা নারী ক্রিকেটার এবং শিগগিরই রান তালিকায় তৃতীয় স্থানে উঠে আসবেন বলেও ধারণা করা হচ্ছে।
৮টি ওয়ানডে সেঞ্চুরি করে তিনি আছেন সুজি বেটসের পরেই। শুধু ব্যাটেই নয়, বল হাতেও সমান কার্যকরী তিনি। ওয়ানডে ফরম্যাটে নিউজিল্যান্ডের হয়ে ১০০ এর বেশি উইকেট নেওয়া মাত্র দুইজন বোলারের একজন ডিভাইন।
অবসরের ঘোষণা দিয়ে ডিভাইন বলেন, “এটাই সঠিক সময়। আমি ভাগ্যবান যে এনজেডসি পুরোপুরি সমর্থন দিয়েছে। দলকে বিদায় জানানোর আগে আমি সবটুকু উজাড় করে দিতে চাই।”
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ঘোষণার একদিন আগেই তার এই ঘোষণাটি আসে। বিশ্বকাপে তিনি অধিনায়ক হিসেবে শেষবারের মতো হোয়াইট ফার্নসকে নেতৃত্ব দেবেন। এরপর নতুন অধ্যায়ে প্রবেশ করবেন ডিভাইন—সম্ভবত বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগেই দেখা যাবে তাকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















