টি-টোয়েন্টিতে প্রথমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের হার। ২০৫ রান করে নাটকীয় ম্যাচে অবিশ্বাস্য হারের পর তুমুল সমালোচনা। সহজ ক্যাচ মিস-রান আউট মিস ও সঙ্গে বাজে ফিল্ডিং, সবমিলিয়ে হারের জন্য যথেষ্ট ছিল এই কারণগুলো।
২ উইকেটে হারের পর বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স বলেন,‘দেখুন, খেলাটা দুই দলের। তারা খুবই ভালো ব্যাটিং করেছে, আমরাও ভালো ব্যাটিং করেছি। ড্রপড ক্যাচ… আমরা বেশ কিছু ক্যাচ মিস করেছি। যেটা তাদের ম্যাচে রেখেছিল। তারা খুবই ভালো ব্যাটিং করেছে।’
তৃতীয় ও শেষ ম্যাচে দলের ব্যাটিং অর্ডার নিয়ে সিমন্স ব্যাখা দিলেন, ‘আমি এটা নিয়ে আগামীকাল (আজ) চিন্তা করব। আমরা মাত্রই ম্যাচ হেরেছি। এখনই ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে ভাবতে পারছি না।’
২০৫ রান নিয়ে এমন পরাজয় দুশ্চিন্তার কারণ থাকাটা স্বাভাবিক। সিমন্স অবশ্য আশাবাদী , ‘এখানে কিছু ম্যাচ খেলা এবং আমরা পাকিস্তানে যেটা করতে চাই, তা নিশ্চিত করার চেষ্টা করছি। এরকম প্রস্তুতিই আমরা নিচ্ছি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














