অস্ট্রেলিয়াকে ১৮১ রানের টার্গেট দিলো স্কটল্যান্ড

ইংল্যান্ডকে টপকে সুপার এইটে খেলতে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে এমন সমীকরণের ম্যাচে ৫ উইকেটে ১৮০ রানের সংগ্রহ পেলো স্কটল্যান্ড।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই মাইকেল জোন্সের উইকেট হারায় স্কটল্যান্ড। অ্যাস্টন অ্যাগারের বলে উইকেট ভাঙায় ৩ বলে ২ রান নিয়ে ড্রেসিংরুমে ফেরেন জোন্স।

অস্ট্রেলিয়াকে বড় রানের টার্গেট দিতে হবে বিষয়টি জানা স্কটল্যান্ডের। দ্বিতীয় উইকেটে অজি বোলারদের ওপর চড়াও হওয়ার মতো কঠিন কাজটিই বেছে নিলেন জর্জ মানসি ও ব্রান্ডন ম্যাকমুলেন। ৮৯ রানের জুটিতে উইকেটের চারদিকে মেরে খেলেন মানসি ও ম্যাকমুলেন। এইক্ষেত্রে ম্যাকমুলেন ছিলেন বেশি আগ্রাসি।

অবশেষে তাদের জুটিতে ভাঙন ধরান ম্যাক্সওয়েল। দলীয় ৯২ রানে ফেরার সময় মানসির নামের পাশে ছিলো ২৩ বলে ৩৫ রান। মানসির বিদায়ের পর হাফসেঞ্চুরি পূর্ণ করে আউট হন ম্যাকমুলেনও। ৬০ রানের জন্য তাকে মোকাবিলা করতে হয় ৩৪ বল। অবশেষে ধরা পড়েন অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে। স্কটিশদের রান তখন ৩ উইকেটে ১১১।

তবুও অজি বোলারদের সমীহ করে খেলার চেয়ে ইনিংস বড় করার দিকেই বেশি মনোযোগী ছিলেন স্কটল্যান্ডের ব্যাটাররা। দলীয় ১৩৬ ও ১৫২ রানে যথাক্রমে আউট হন ম্যাথু ক্রস ও মাইকেল লিসাক।

অবিচল অধিনায়ক রিচি বেরিংটন দলীয় ইনিংসটাকে টেনে নিয়ে যেতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৩১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করে স্কটিশ অধিনায়ক।

১৫২ রান ৫ম উইকেট হারানোর পর নতুন করে কেউ আউট না হলেও ১৯ বলে ২৮ রান তুলেই সন্তুষ্ট থাকতে হয় স্কটল্যান্ডকে। সব মিলিয়ে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে ১৮০ রান।

Exit mobile version