ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার রাতে অ্যাওয়েতে তারা ওলভারহাম্পটনকে ৪-১ গোলে হারিয়েছে। আগের ম্যাচে ওয়েস্ট হাম ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট হারানোর পর এমন এক জয় ম্যানইউয়ের। ব্রুনো ফার্নান্দেজ করেছেন জোড়া গোল। অন্য দুই গোল করেন মাউন্ড ও এমবিউমো।
এবারের প্রিমিয়ার লিগে এটা ম্যানইউয়ের সপ্তম জয়। ১৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২৫। পয়েন্ট টেবিলে অবস্থান ছয়ে। অন্যদিকে ওলভারহাম্পটন ১৫ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে। এখন পর্যন্ত কোনো ম্যাচে জয়ের মুখ দেখেনি। দুই ড্র তে দুই পয়েন্ট তাদের।
প্রথমার্ধে ১-১ গোলে সমতা ছিল ম্যাচটি। যা ম্যানইউকে আবার পয়েন্ট ভাগাভাগি করার শঙ্কায় ফেলে দিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে একের পর এক গোল উৎসব করেছে তারা। ৫১ মিনিটে ব্রায়ান এমবিউমো ও ৬২ মিনিটে ম্যাসন মাউন্ট গোল করেন। ব্রুনো ফার্নান্দেজ গোল করেছিলেন ২৫ ও ৮২ মিনিটে।
হঠাৎ করে জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আগের ম্যাচে আর্সেনাল পয়েন্ট হারানোয় ম্যানচেস্টার সিটি তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। আর্সেনাল ১৫ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষস্থান দখলে রেখেছে। সমান ম্যাচে ৩১ পয়েন্ট ম্যানচেস্টা সিটি তাদের অনুসরণ করে চলেছে। খুব বেশি দূরে নেই অ্যাস্টন ভিলা। তাদের পয়েন্ট ৩০।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















