আইপিএল শিরোপা উৎসবে ১১ মৃত্যু, ৩ সদস্যের কমিটি গঠন

আইপিএলের ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে বেঙ্গালুরু সমর্থকদের হুড়োহুড়ির কারণে ভারতীয় ক্রিকেটে এটিকে ট্র্যাজেডির মৌসুম হিসেবেও মনে রাখা হবে। শিরোপা জয়ের প্যারেডে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন সমর্থক, আহত হয়েছেন অর্ধশতাধিক।

এমন ঘটনার পর নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতকাল ১৪ জুন অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছিল। সেখানেই ভবিষ্যতে শিরোপা উদযাপন নিয়ে নির্দেশনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। একইস সঙ্গে তিন সদস্যের কমিটি গঠন করেছে বোর্ড।

বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া রয়েছেন কমিটির প্রধান হিসেবে। তার সঙ্গে থাকবেন সহ-সভাপতি রাজীব শুক্ল এবং কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া। আগামী ১৫ দিনের মধ্যে নির্দেশিকা তৈরি করবে এই কমিটি।

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, বেঙ্গালুরুতে জয় উৎসবে যে ঘটনা ঘটেছে, তাতে অ্যাপেক্স কাউন্সিল একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে যাতে এ রকম ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করা হবে।

এই বৈঠকে ঠিক হয়েছে, একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ তৈরি করা হবে, যেখানে পাঁচ জন আম্পায়ার কোচ থাকবেন। তাদের কাজ হবে আম্পায়ারদের সার্বিক উন্নতি। এই পাঁচ আম্পায়ারের অবশ্যই আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রত্যেককে সাবেক আম্পায়ার হতে হবে। তিন জন ম্যাচ রেফারিকে নিয়ে একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ তৈরি করা হবে। তাদের কাজ হবে ম্যাচ রেফারিদের পারফরম্যান্সের উন্নতি করা।

Exit mobile version