অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে এবারের বিশ্বকা নিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

তিনজন স্পিনার রেখে দল সাজিয়েছে বাংলাদেশ। সাথে মাহমুদুল্লাহ’র হাতে বল তুলে দেয়ার ‍সুযোগতো থাকছেই। বিপরীতে অস্ট্রেলিয়া দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অ্যাডাম জাম্পা। আর ম্যাক্সওয়েলের জায়গায় খেলতে নামা ট্রাভিস হেডও দলের প্রয়োজনে হাত ঘুরিয়ে থাকেন। এর আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ওভার বল করেছিলেন।

রানরেটের হিসাব:

এই ম্যাচে বাংলাদেশ যদি ২০০ রানের মধ্যে গুটিয়ে যায় এবং অস্ট্রেলিয়া ২৯ ওভার তিন বলে এই রান টপকে যায় তাহলে বাংলাদেশের রানরেট শ্রীলঙ্কার চেয়ে কম হয়ে যাবে এবং পয়েন্ট টেবিলের আটে উঠে যাবে শ্রীলঙ্কা।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, সিন অ্যাবোট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

Exit mobile version