আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে পাকিস্তানকে হারিয়ে ভারতের শীর্ষস্থান সংহত

বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষস্থান আরো সংহত করেছে ভারত। গতকাল শনিবার পাকিস্তানকে ভারত ৭ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় পায় ভারত। এ ম্যাচের পরই আইসিসি ওয়ানডে র‍্যাংকিং প্রকাশ করে। র‍্যাংকিং অন্য কোনো দলের অবস্থানও পরিবর্তন হয়নি, তবে ভারতের রেটিং পয়েন্ট বেড়েছে। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১১৮। পাকিস্তান তার পরেই রয়েছে। তাদের রেটিং পয়েন্ট ১১৫।

ভারত ও পাকিস্তানের পর যথাক্রমে আছে দক্ষিণ আফ্রিকা (১১০), অস্ট্রেলিয়া (১০৯), নিউজিল্যান্ড (১০৬), ইংল্যান্ড (১০৫),  শ্রীলঙ্কা (৯১), বাংলাদেশ (৯১), আফগানিস্তান (৭৮)। এছাড়া দশম স্থানে রয়েছে বিশ্বকাপের টিকিট না পাওয়া ওয়েস্ট ইন্ডিজ (৬৮)। বিশ্বকাপে খেলা একমাত্র নেদারল্যান্ডস এখনো দশ দলের বাইরে রয়েছে। তারা ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সফল দল ভারত ও নিউজিল্যান্ড সবচেয়ে সফল দল। উভয় দল এখনো পর্যন্ত অপরাজিত। তিনটি ম্যাচ খেলে তিন ম্যাচেই জয় পেয়েছে তারা।

Exit mobile version