আঙুলের ইনজুরিতে বিশ্বকাপ শেষ সাকিবের

আঙুলের ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন সাকিব আল হাসান।

ভারতের দিল্লী থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ”বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান গতকাল আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং করতে গিয়ে তাঁর বাম তর্জনীতে চোট পেয়েছেন। ম্যাচ শেষে এক্সরে করা হলে জানা যায় আঙুলে ফাটল ধরেছে তাঁর, যেকারণে পুনেতে আগামী ১১ নভেম্বর টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল থেকে ছিটকে গিয়েছেন তিনি।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ব্যাটিংয়ের শুরুতে বাম হাতে চোট পান সাকিব। চোট নিয়েই ট্যাপ পেঁচিয়ে চালিয়ে যান ব্যাটিং। দিল্লিতে জরুরি ভিত্তিতে তার এক্স-রে করা হয়। সেখানে পিপ জয়েন্টে পাওয়া যায় চিড়। এই চোট সারতে তিন-চার সপ্তাহ দরকার।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, দিল্লি থেকেই ঢাকার বিমান ধরেছেন সাকিব। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন তিনি।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্বের এই সেরা অলরাউন্ডার ৬৫ বলে ৮২ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ২ উইকেট। একারণে ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতেই।

Exit mobile version