রোহিত শর্মার রেকর্ড সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে জয় ভারতের

ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তার রেকর্ড সপ্তম সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ভারত।

টস জিতে প্রথমে ব্যাট করে হাসমতুল্লাহ শাহিদি ও আজমতুল্লাহ ওমরজাইর জোড়া হাফ-সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৭২ রান করে আফগানিস্তান। জবাবে রোহিত শর্মার ১৩১ রান ও বিরাট কোহলির ৫৫ রানে ১৫ ওভার বাকি থাকতে এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নেয় ভারত। অন্যদিকে আফগানিস্তানের এটা টানা দ্বিতীয় পরাজয়।

নয়া দিল্লিতে আফগানিস্তানের ২৭৩ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। উইকেটের চারদিকে রীতিমতো উড়িয়ে মেরেছেন আফগান বোলারদের। রোহিতের আগ্রাসী ব্যাটিংয়ে পাত্তা পায়নি কোন বোলার। ক্যারিয়ারের ৩১তম ওয়ানডে সেঞ্চুরি করার পথে ছাড়িয়ে গেছেন কিংবদন্তী শচীন টেন্ডুলকারকে। ছয়টি সেঞ্চুরি করে এতোদিন বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ছিলেন টেন্ডুলকার। রোহিত শর্মা আজ বিশ্বকাপে সপ্তম সেঞ্চুরি করে ছাড়িয়ে গেলেন শচীনকে। ৬৩ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে ভারতের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন রোহিত শর্মা। শেষ পর্যন্ত ৮৪ বলে ১৩১ রানে রশিদ খানের বলে বোল্ড হয়েছেন ভারতীয় অধিনায়ক। ১৬টি চার ও ৫টি ছয়ে সাজানো ছিল রোহিত শর্মার ইনিংস। এর আগে উদ্বোধনী জুটিতে ইশান কিশানের সাথে ১৫৬ রান যোগ করেন রোহিত। ইশান ৪৭ রানে আউট হয়েছেন। এরপর বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার ৬৮ রানে অবিচ্ছিন্ন জুটি গড়ে ৩৫ ওভারে খেলা শেষ করেন। কোহলি ৫৫ ও শ্রেয়াস ২৫ রান করেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তবে শুরুটা ভালো হয়নি তাদের। ৬৩ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। দলীয় ৩২ রানে ইব্রাহিম জাদরান এবং ৬৩ রানের মধ্যে রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ আউট হয়েছেন। ইব্রাহিম জাদরান ২২, রহমানউল্লাহ গুরবাজ ২১ ও রহমত শাহ ১৬ রান করেন।

তবে চতুর্থ উইকেটে দারুণ জুটি গড়েন শাহিদি ও আজমতুল্লাহ ওমরজাই। ভারতীয় বোলারদের স্বাচ্ছন্দ্যে সামলে ৩১তম ওভারে দলের রান দেড়শ পার করে হাফ-সেঞ্চুরি করেন তারা। ওমরজাই ৬২ বলে এবং শাহিদি ৫৮ বলে হাফ-সেঞ্চুরি করেন। আজমতুল্লাহ ৬২ রানে আউট হলে তাদের জুটি ভাঙে ১২১ রানে। বিশ্বকাপের মঞ্চে এ নিয়ে দ্বিতীয়বার সেঞ্চুরির জুটি গড়লো আফগানরা। সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন আফগান অধিনায়ক। কিন্তু ৮৮ বলে ৮০ রান করে ফিরেছেন তিনি। একসময় তিনশ রানের সম্ভাবনা জাগালেও শাহিদীর আউটের পর রানের গতি কমে যায় আফগানিস্তানের।

এরপর নাজিবুল্লাহ জাদরান ২, মোহাম্মদ নবী ১৯ ও রশিদ খান ১৬ রানে আউট হয়েছেন। মুজিব ১০ ও নাভিন ৯ রানে অপরাজিত থাকলে ৮ উইকেটে ২৭২ রান করে আফগানিস্তান। ভারতের বিপক্ষে ওয়ানডেতে এটিই সর্বোচ্চ দলীয় রান আফগানদের। ভারতের পেসার জসপ্রিত বুমরাহ ৪ উইকেট নেন।

Exit mobile version