ঈশান কিষানকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিলেন শোয়েব

ঈশান কিষান ও শোয়েব আখতার

ভারতে চলছে বিশ্বকাপের ১৩তম আসর। নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই ম্যাচে কোহলি-রাহুলের জুটিতে জয় আসলেও এদিন ডাক মেরেছেন রোহিত শর্মা, ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ারের মতো তারকা ক্রিকেটাররা। মিশেল স্টার্কের বোলিং তোপের সামনে এক বলও টিকতে পারেননি তরুন ক্রিকেটার ঈশান কিষান। পাকিস্তানের কিংবদন্তী পেসার শোয়েব আখতার অকপটে ভারতীয় এই ওপেনারকে উপদেশ দিয়েছেন।

এই ম্যাচের পর কিশানকে উদ্দেশ্যে করে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেন, ‘তুমি তরুণ ও সাহসি। কিন্তু বড় ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করার পাশাপাশি মাথাও ঠান্ডা রাখতে হবে তোমাকে।

রবিবার চেন্নাইয়ের অরুন চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে সেই ম্যাচটি শেষ পর্যন্ত স্বাগতিকরাই জিতে নিয়েছে। তবে এই ম্যাচটিতে ভারতীয় টপ অর্ডারের চরম ব্যর্থতা ক্রিকেট বিশ্লেষকদের মনে প্রশ্নের জন্ম দিয়েছে।

নানা সময়েই দেশ দুটির ক্রিকেটারদের পরষ্পরবিরোধী অবস্থান নিয়ে নেটদুনিয়ায় আগেও উত্তাপ ছড়িয়েছে। বিশেষকরে শোয়েব আখতার, শহিদ আফ্রিদি, গৌতম গাম্ভীর, হরভজন সিংদের পরষ্পরের প্রতি আক্রমণের বিপরীতে বিরাট কোহলি ও বাবর আজমের পারষ্পরিক শ্রদ্ধাবোধও দেখছে ক্রিকেট বিশ্ব। এর মধ্যে ঈশান কিষানকে নিয়ে শোয়েবের অনুরাগ প্রকাশ ক্রিকেটপ্রেমীদের মধ্যে ভালোলাগার জন্ম দিয়েছে।

Exit mobile version