উইলির সাথে ইংল্যান্ডের আচরণ অসম্মানজনক- মাইকেল ভন

বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন ডেভিড উইলি। ইংলিশ এই  বোলারের সাথে ইংল্যান্ডের আচরণ “অসম্মানজনক” বলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

ইংল্যান্ড তাঁদের নতুন চুক্তি ঘোষণার এক সপ্তাহ পর উইলির এই সিদ্ধান্ত আসে। ইংল্যান্ডের বিশ্বকাপ দলে উইলিই একমাত্র সদস্য যার সাথে কোনো চুক্তিতে যায়নি ইসিবি। ধারণা করা হচ্ছে এই কারণেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বোলার।

ভারতে চলতি বিশ্বকাপে শেষ তিন ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়েছেন উইলি। মাইকেল ভনের মতে গত তিন ম্যাচেরই সেরা খেলোয়াড় ডেভিড উইলি।

এই নিয়ে মাইকেল ভন বলেন, “ইংল্যান্ড ২৯ টি চুক্তি দিয়েছে এবং সে (উইলি) এক বছরের চুক্তির যোগ্য ছিল না, যা আমাকে অবাক করেছে”। তিনি আরো বলেন, “এই বিশ্বকাপে তার সাথে যেভাবে আচরণ করা হয়েছে তা অসম্মানজনক।”

২০১৫ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেকের পর থেকে ৭০ টি ওয়ানডে এবং ৪৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডেভিড উইলি। ভারতে ইংল্যান্ডের হতাশাজনক বিশ্বকাপ অভিযানের সময় ক্রিস ওকস বাদ পড়ায় উইলিকে প্রাথমিক একাদশে ডাকা হয়।

Exit mobile version