একদিনের ক্রিকেটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার পরিসংখ্যান

আজ আহমেদাবাদে বিশ্বকাপের ১৩তম আসরের গ্র্যান্ড ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। রোমাঞ্চকর এই ফাইনালের ভেন্যু বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম; নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এই মাঠে ভারত আর অস্ট্রেলিয়ার ওয়ানডে রেকর্ড কেমন? চলুন এক নজরে দেখে নেয়া যাক।

এখন পর্যন্ত এই স্টেডিয়ামে ১৯টি ওয়ানডে খেলেছে ভারত। ১১ টি জয়ের বিপরীতে স্বাগতিকরা হেরেছে ৮ টিতে। অন্যদিকে অস্ট্রেলিয়া ৬ ম্যাচে জয় পেয়েছে ৪ টি ম্যাচে। হার আছে ২ টি।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারতের সর্বোচ্চ স্কোর ৫ উইকেট হারিয়ে ৩২৫ রান। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান তাড়ায় নেমে ৪৭ ওভার ৪ বলে এই রান করেছিলো তাঁরা। অন্যদিকে এই মাঠে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ২৮৬ রান। চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি ৩৩ রানে জিতেছিলো অজিরা। তবে এই মাঠে সর্বোচ্চ স্কোর দক্ষিণ আফ্রিকার। ২০১০ সালে ভারতের বিপক্ষে ২ উইকেট হারিয়ে ৩৬৫ রান করেছে তাঁরা। একদিনের ক্রিকেটে এই মাঠে অস্ট্রেলিয়ার গড় স্কোর ২৩৫ রান। অন্যদিকে ভারত প্রতি ম্যাচে গড়ে ২৩৬ রান করেছে।

এই স্টেডিয়ামে ভারতের সর্বনিম্ন স্কোর ১০০। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দশ উইকেট হারিয়ে এই রান করেছিলো তাঁরা। অস্ট্রেলিয়া ১৯৮৬ সালে এই মাঠে ভারতের বিপক্ষে সর্বনিম্ন ১৪১ রানে গুটিয়ে গিয়েছিলো। তবে সব মিলিয়ে সর্বনিম্ন রেকর্ডটা জিম্বাবুয়ের। ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফিতে ৮৫ রান করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলআউট হয়েছিলো তাঁরা।

১৩তম ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের আগে এই মাঠে অবশ্য স্বাগতিক ভারতই জয়ের পরিসংখ্যানে এগিয়ে আছে। তিনবারের দেখায় দুইবারই জয় ভারতের। অস্ট্রেলিয়া জিতেছে একটিতে।

দুই দলের লড়াইয়ে সর্বোচ্চ স্কোর ভারতের আর সর্বনিম্ন অস্ট্রেলিয়ার। ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অজিদের বিপক্ষে পাঁচ উইকেট হারিয়ে ২৬১ রান করেছিলো ভারত। ১৯৮৬ সালে ভারতের বিপক্ষে ১৪১ রানে অলআউট হয়েছিলো অস্ট্রেলিয়া।

Exit mobile version