প্রথম পর্বের খেলা চলাকালীন সময়ে ভারতীয় বোলারদের প্রতি অভিযোগ দিয়ে শুরু। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা অভিযোগ করেন ভারতীয় বোলাররা বোলিংয়ে এলেই বলটি বদলে দেয়া হচ্ছে। প্রথম পর্বের ৯ ম্যাচের সবগুলোতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে খেলতে নামার আগে তাঁদের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠে যে উইকেট পরিবর্তন করেছে তাঁরা। তবে এবার যে অভিযোগ উঠেছে তা যেনো সমস্ত কিছুকেই ছাপিয়ে গেছে। পাকিস্তানের সাবেক পেসার সিকান্দার বখত এক সাক্ষাৎকারে অভিযোগ তুললেন ম্যাচে টস জালিয়াতি করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
২০২৩ বিশ্বকাপ ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এবছর প্রথমবার এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে ভারত। পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো খেলে কোনো ম্যাচ না হারা স্বাগতিকরা প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছে হেসেখেলেই। তবে এদিন ম্যাচের আগে সমালোচনার বোঝা মাথায় নিয়ে মাঠে নেমেছিলো কোহলিরা। মেইল অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছিলো সেমিফাইনালের উইকেট আইসিসিকে না জানিয়েই পরিবর্তন করেছে বিসিসিআই। পরে অবশ্য আইসিসি থেকে বিষয়টি নিয়ে বলা হয় যে স্বাগতিক দেশ চাইলেই এমন পরিবর্তন আনতে পারে এবং আগেও এমন অনেকবার হয়েছে।
সেমিফাইনালের পিচ বদলানো নিয়ে যখন সমালোচনার ঝড় বইছিলো তখন পাকিস্তানের টিভি চ্যানেল জিও সুপারের এক অনুষ্ঠানে জন্ম নেয় নতুন আলোচনার। সেখানে এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক পেসার সিকান্দার বখত বলেন, ‘আমি কি সামান্য অপকর্মকেও সমর্থন করতে পারি? টসের সময় রোহিত মুদ্রা একটু দূরে ফেলে, প্রতিপক্ষ অধিনায়কের নাগালের বাইরে। নিজের চাওয়া অনুযায়ী মুদ্রার পিঠ উঠেছে কি না, এটা যেন প্রতিপক্ষ অধিনায়ক সেখানে গিয়ে দেখতে না পারে।’
তবে ভারতের খেলা দশ ম্যাচের টস আপডেটের দিকে তাকালে এমনটা মনেই হবে না। পাঁচ ম্যাচে টস জেতা রোহিত টস হেরেছেন সমান সংখ্যক ম্যাচেই।