সেমিফাইনালে খেলার স্বপ্ন চুরমার হয়েছে অনেক আগেই। বাজে পারফর্ম্যান্সে শেষ পর্যন্ত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের অস্তিত্বই ছিলো হুমকির মুখে। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে গতকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। অজিদের হারাতে পারলেই ২০২৫-এ অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হতো সাকিবদের। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো তিনশ ছাড়ানো রান সংগ্রহ করেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। হেরেছে আট উইকেটের বড় ব্যবধানে। সাথে অনিশ্চিত রয়ে গেলো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনাও।
বাংলাদেশ দলের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ ছিলো এটি। আসরে নয়টা ম্যাচ খেলার সুযোগ পেয়ে মাত্র দুইটাতে জয় সাকিবদের। এমনকি হেরে যাওয়া ম্যাচগুলোতে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারেননি তাঁরা। হেরেছে নেদারল্যান্ডসের মতো তূলনামুলক দূর্বল দলের বিপক্ষেও। এতে ক্ষীণ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে খেলার সম্ভাবনাও।
আজ বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস। যদি আজকের ম্যাচে ডাচরা স্বাগতিকদের হারিয়ে দেয় তবে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেনা বাংলাদেশ। শুধুমাত্র ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট পাবে সাকিবরা। তবে যদি নেদারল্যান্ডস ভারতকে হারায় বা ম্যাচটি পরিত্যাক্ত হয় তাহলে শেষ আটে জায়গা পেয়ে যাবে তাঁরা। বাংলাদেশের মতো দুই ম্যাচ জয়ে সমান চার পয়েন্ট ডাচদের। আজ জিতলে তাঁদের পয়েন্ট হয়ে যাবে ছয়। আর তাতেই ম্লান হয়ে যাবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন।