এবার বাংলাদেশের পাশে আর্জেন্টিনা

২০২২ বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার পাশাপাশি বিশ্বজুড়ে আরেকটি দেশের নাম উচ্চারিত হয়েছে। দেশটির নাম বাংলাদেশ। বিশ্বজুড়ে আর্জেন্টিনা ও লিওনেল মেসির অনেক সাপোর্টার। তবে আর্জেন্টিনা ও মেসির প্রতি বাংলাদেশের প্রেম নজর কেড়েছে সবার, এমনকি খোদ আর্জেন্টিনারও। তাই তো বিশ্বকাপের পর বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ)।

এবার ক্রিকেট বিশ্বকাপে আছে বাংলাদেশ। থেমে নেই আর্জেন্টিনাও। বাংলাদেশকে এরই মধ্যে পুরো সমর্থন দেয়ার কথা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন। বাংলাদেশের প্রতি শুভকামনা জানিয়েছে এএফএ। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ নিয়ে এরইমধ্যে পোস্টও করেছে এএফএ। সেখানে দু’টি ছবি দেওয়া আছে। একটিতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মেসি, আলভারেজ ও দি মারিয়া। অন্য ছবিতে তাসকিন ও বাংলাদেশের সাপোর্টাররা। ছবিতে লেখা আছে ‘টাইম ফর টাইগারস টু রোর।’ আছে রয়েল বেঙ্গল টাইগারেরও ছবি।

সন্দেহ নেই বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ফুটবলের এমন উৎসাহ দারুণ উজ্জীবিত করবে সাকিব আল হাসানের দলকে। সাকিব নিজেও উৎসাহ পাবেন। কারণ তিনি নিজেই আর্জেন্টিনার কট্টর সাপোর্টার। গত ১৮ ডিসেম্বর আর্জেন্টিনার বিশ্বজয়ের রাতে সাকিবও ঢাকার রাস্তায় নেমে উল্লাস করেছিলেন।

Exit mobile version