কোন দল সেমিফাইনালে, আপনিই মিলিয়ে নিন হিসাব

বিশ্বকাপ ক্রিকেট ধীরে ধীরে সমাপ্তি দিকে এগিয়ে চলেছে। এরই মধ্যে দলগুলো পাঁচটি করে ম্যাচ শেষ করেছে। প্রত্যেক দলের আর মাত্র চারটি করে ম্যাচ বাকি রয়েছে। এরই মধ্যে বিশ্বকাপের একটা চিত্র ধীরে ধীরে সবার সামনে পরিস্কার হয়ে উঠেছে। কয়েকটা দলের সেমিফাইনালে খেলার সম্ভাবনা যেমন অনেকটা পরিস্কার, তেমনি কোন দলগুলোকে শুধুমাত্র নিয়মরক্ষার জন্য খেলবে তাও কিছুটা পরিস্কার। আবার কয়েকটা দলকে নিয়ে শেষ কথা এখনই বলা যাচ্ছে না।

পাঁচ খেলা শেষে বর্তমানে ভারত ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের পয়েন্ট ৮। তারা রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬। চতুর্থ স্থানে বিশ্বকাপের সর্বাধিকবারের চ্যাম্পিয়নরা।

৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে।

দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশ অষ্টম, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে।

পাঁচ খেলায় জয় পাওয়ায় ভারতের সেমিফাইনাল অনেকটা নিশ্চিত বলা যায়। পরবর্তী ম্যাচগুলো থেকে ভারত যদি আর কোনো পয়েন্ট নাও পায় তাহলে অন্তত চতুর্থ হয়ে তাদের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত। একইভাবে নেদারল্যান্ডসের বিদায় নিশ্চিত বলা যায়। কেননা ডাচরা যদি পরের সবগুলো ম্যাচে জয় পায় তাহলে তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ১০। সেক্ষেত্রে তাদের পক্ষে পঞ্চম স্থানের ওপরে ওঠা সম্ভব হবে না। পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকবে।

নিচে প্রত্যেক দলের পয়েন্ট ও তাদের প্রতিপক্ষের নাম ক্রমানুসারে দেওয়া রয়েছে। এবার আপনিই হিসাব করে নিন কোন দলের সম্ভাবনা কেমন?

ভারত (১০ পয়েন্ট) :  ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।


দক্ষিণ আফ্রিকা (৮ পয়েন্ট) : পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত ও আফগানিস্তান।


নিউজিল্যান্ড (৮ পয়েন্ট) : অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কা।


অস্ট্রেলিয়া(৬ পয়েন্ট) : নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ।
শ্রীলঙ্কা (৪ পয়েন্ট) : আফগানিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
পাকিস্তান (৪ পয়েন্ট): দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
আফগানিস্তান (৪ পয়েন্ট):   শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ (২ পয়েন্ট): নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।
ইংল্যান্ড (২ পয়েন্ট): ভারত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও পাকিস্তান।
নেদারল্যান্ডস (২ পয়েন্ট): বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড ও ভারত।

Exit mobile version