প্রথমে ব্যাটিং করলে ২৮৭ রানে জিততে হবে আর ফিল্ডিং করলে ইংল্যান্ড যত রানই করুক না কেনো তা টপকাতে হবে তিন ওভারের মধ্যেই। এমনই প্রায় অসম্ভব সমীকরণ সামনে রেখে আজ কলকাতায় খেলতে নেমেছিলো পাকিস্তান। কাগজে-কলমে এখনো বাদ না যাওয়া দলটার ভাগ্য আজ মূলত টসের উপরেই নির্ভর করছিলো। এমন এক দিনে ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। আর তাতেই সেমিতে যাওয়ার আশা ম্লান হয়ে গেলো বাবর আজমের দলের।
এবারের আসরের দ্বিতীয় সেমিফাইনালে কোন দুই দল খেলবে তা আগেই নিশ্চিত হয়ে গেছে। ইডেন গার্ডেন্সে আগামী ১৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে ১৫ নভেম্বর প্রথম সেমিফাইনালে ভারত প্রতিপক্ষ হিসেবে কাকে পাচ্ছে সেটা দেখার অপেক্ষাতেই ছিলো ক্রিকেট বিশ্ব।
আইসিসি যেনো আজকের ঘটনাটা আগে থেকেই জানতো। তাইতো তাঁরা গতকাল একটি ভিডিও প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছিলো প্রথম সেমিফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ পাকিস্তান নয়, নিউজিল্যান্ড।
গতকাল ভারতের গেটওয়েতে দীপাবলি উদযাপনের একটি ভিডিও প্রকাশ করে আইসিসি। তিন মিনিটের সেই ভিডিওতে এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা মুহূর্তগুলো দেখানো হয়। থ্রিডি প্রজেকশনের মাধ্যমে করা ভিডিওটি শেষ হয় চারজন অধিনায়কের ছবি দিয়ে। একপাশে অজি অধিনায়ক প্যাট কামিন্সের সাথে ছিলেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। অন্যদিকে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সঙ্গে ছিলেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। এভাবেই পরোক্ষভাবে আইসিসি জানান দেয় যে প্রতিপক্ষ হিসেবে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে পাচ্ছে ভারত।
সেই ভিডিও দেখে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রিকেট ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, ‘পাকিস্তান তো এখনো ৫০০ রান করার কথা ভাবছে!’। আরেকজন লিখেছেন, ‘পাকিস্তানের একটি ম্যাচ এখনো বাকি আর আইসিসি তাদের বিদায় জানিয়ে দিল।’ অন্য একজন লিখেছেন, ‘সেমিফাইনালিস্ট কি নিশ্চিত হয়ে গেছে? যদি ভাগ্য অন্য খেল দেখায় তখন কী হবে?’