গণমাধ্যমকর্মীর সংখ্যা কম হলে লিটন কি দু:খ প্রকাশ করতেন ?

লিটন কুমার দাস

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে জিতলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বিশ্বকাপে সাকিবদের পরবর্তী ম্যাচ স্বাগতিক ভারতের বিপক্ষে। এই ম্যাচটি খেলতে বর্তমানে বাংলাদেশ দল পুনের একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছে। গতকাল (রবিবার) দলের খোঁজ-খবর জানতে সেই হোটেল প্রাঙ্গণে উপস্থিত হন বাংলাদেশী সাংবাদিকরা। সেখানে তাঁদের দেখে সিকিউরিটি গার্ড ডেকে বের করে দেন লিটন কুমার দাস। এমন কর্মকান্ডের পর সমালোচনার মুখোমুখি হয়েছেন এই বাংলাদেশী ওপেনার।

সেই ঘটনায় আজ দুঃখ প্রকাশ করেছেন লিটন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ (সোমবার) সকালে হাত জোর করা ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’

লিটন দাসের এমন বক্তব্য নিয়ে তৈরি হয়েছে নতুন সমালোচনা। কেননা লিটন জানিয়েছেন, এতো গণমাধ্যমকর্মীর অবস্থানের বিষয়টি তার জানা ছিলো না। প্রশ্ন উঠেছে গণমাধ্যমকর্মীর সংখ্যা কম হলেও কি লিটন দু:খ প্রকাশ করতেন না?

বিশ্বকাপের আগের নিউজিল্যান্ড সিরিজ থেকেই ব্যাট হাতে ছন্দহীন লিটন। ঘরের মাটিতে অনুষ্ঠিত সিরিজটিতে কিউইদের বিপক্ষে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ১৩, ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছেন লিটন। সব মিলিয়ে লিটনের ব্যাটের দিকে তাকিয়ে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপ কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের আগ্রহ থাকবে। দেশের মানুষও তাদের কথা শুনতে চান। এই অবস্থায় লিটনের এমন আচরণ প্রশ্ন উঠেছে।

এদিকে, হোটেল কর্তৃপক্ষও জানিয়েছে, বাংলাদেশী ক্রিকেটারের কারণেই তারা সাংবাদিকদের বের করে দিতে বাধ্য হয়েছেন।

Exit mobile version