ছয় উইকেটের সহজ জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

মেহেদি মিরাজ ও নাজমুল হোসেন শান্তর জোড়া হাফসেঞ্চুরিতে বাংলাদেশের সহজ জয়।

আফগানিস্তানের বিপক্ষে ছয় উইকেটের আত্নবিশ্বাসী জয় দিয়ে বিশ্বকাপ ‍মিশন শুরু করলো বাংলাদেশ। ধর্মশালায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও সাকিব-মিরাজদের দাপুটে স্পিনের বিপক্ষে ৩৭ ওভার দুই বলে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে ৩৪ ওভার চার বলে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় সাকিব বাহিনী।

মূলত প্রতিপক্ষকে অল্প রানে আটকে দিয়েই ম্যাচের নিয়ন্ত্রণ নেন সাকিব-মিরাজরা। ১৫৭ রানের সহজ টার্গেটে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম আগ্রাসী হতে গিয়ে মনোসংযোগ হারান। ফলে কাঙ্খিত ব্যাটিংটা আর করতে পারেন নি। স্বভাববিরুদ্ধ ব্যাটিং করতে হয় তাকে। শেষ পর্যন্ত দলীয় ১৯ রানের সময় রান আউটে বিদায় নেন ব্যক্তিগত ৫ রানে।

লিটন দানও ব্যক্তিগত ইনিংসটাকে লম্বা করতে পারেন নি। ফজল হক ফারুকির বলে বোল্ড আউট হন লিটন ব্যক্তিগত ১৩ রানে।

এর পরের গল্পটা মেহেদি মিরাজ ও নাজমুল শান্তর। ৯৭ রানের পার্টনারশিপে ধীরস্থির ব্যাটিংয়ে দলকে সহজ জয়ের পধে নিয়ে যান। বোলিংয়ে তিন উইকেট নেয়া মিরাজ অলরাউন্ডার নৈপূণ্যে দেখিয়ে ব্যাটিংয়ে তুলে নে ৫৭ রান। তার বিদায়ের পর সাকিব আল হাসান উইকেট থিতু হতে পারেন নি। অবশ্য তার ১৪ রানে বিদায় নেয়ার সময় জয়ের একেবারে কাছে ছিলো টাইগাররা। দুই রান করা মুশফিকুর রহিমকে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন নাজমুল শান্ত। নাভিন-উল-হকের করা ৩৫তম ওভারে টানা দুই বাউন্ডারিতে আয়েশি ঢংয়ে মাঠ ছাড়েন শান্ত। 

এর আগে, ধর্মশালার উইকেটে টস জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জারদানের ব্যাটিংয়ে এমন প্রশ্ন তৈরি হয়েছিলো বাংলাদেশ কি ভুল করলো আগে ফিল্ডিং নিয়ে।

তাসকিন, শরিফুল ও মুস্তাফিজুর রহমানের করা প্রথম ছয় ওভার শেষে বিনা উইকেটে ৩২ রান তোলা আফগানিস্তান ৭ম ওভারে বোলিংয়ে আসা সাকিব আল হাসানকেও সহজে খেলছিলো। কিন্তু ইনিংসের নবম ওভারে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। ২২ রান করা ইব্রাহিম জারদানকে তানজিদ হাসানের ক্যাচ বানান সাকিব আল হাসান।

ওয়ান ডাউনে নামা রহমত শাহকে নিয়ে ডেঞ্জারম্যান রহমানুল্লাহ অনায়াসেই খেলছিলেন টাইগার বোলারদের। আবার এগিয়ে এলেন সাকিব। ১৬তম ওভারে এবার ১৮ রান করা রহমত শাহকে ফেরান টাইগার অধিনায়ক। সামনে থেকে নেতৃত্ব নেয়া সাকিবে উজ্জীবিত বাংলাদেশ বোলারদের এবার নতুন করে আফগানদের ওপর চড়াও হওয়ার দৃশ্য দেখার পালা শুরু। দলীয় ১১২ রানে দুই উইকেট হারিয়ে রীতিমতো দিশেহারা আফগান শিবির। মেহেদি মিরাজের বলে ১৮ রান করা আফগান অধিনায়ক শহিদী ফিরে যাওয়ার পর উইকেটরক্ষক ব্যাটসম্যান গুরবাজকে ফেরান পেসার মুস্তাফিজুর রহমান।

মূলত এখানেই শেষ হয়ে দলটার সব প্রতিরোধ। পরের গল্পটা শুধুই তাদের আসা যাওয়ার। আজমাতুল্লাহ ওমরজাই একপ্রান্ত আগলে ২২ রান করে ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু শরিফুলে থামতে হয় তাকে। দলের ৮ম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময় আফগানদের দলীয় সংগ্রহ ছিলো ১৫৬। পরের দুই ওভারে দুই ব্যাটসম্যান বিদায় নিলেও দলীয় সংগ্রহে আর কোন রান যোগ হয়নি তাদের।

এদিন বাংলাদেশের বোলিং আক্রমণে নেতৃত্ব দিয়েছেন স্পিনাররা। সাকিব-মিরাজ নিয়েছেন তিনটি করে উইকেট। পেসারদের মধ্যে শরিফুল নিয়েছেন দুই উইকেট। আর একটি করে শিকার অপর দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের। এদিন এক ওভার হাত ঘুরিয়েছেন মাহমুদউল্লাহ। দিয়েছেন ৭ রান। ছিলেন উইকেট শূন্য।

Exit mobile version