স্বদেশী অ্যাডাম জাম্পার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাঁর মতে গত দুই বছরের প্রেক্ষিতে জাম্পাই সম্ভবত বিশ্বের প্রধান সাদা বল স্পিনার।
চলতি বিশ্বকাপটা দারুণ কাটছে অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পার। টুর্নামেন্টের শুরুতে দলের জয়ে খুব একটা ভূমিকা রাখতে না পারলেও শেষ ম্যাচগুলোতে ছন্দে ফিরেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষের আজকের ম্যাচটার আগ পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। বোলিং এভারেজটাও বেশ ভালো তাঁর, ১৭ দশমিক ১৫। ইকোনোমি রেটতো আরো দারুণ, মাত্র ৫ দশমিক ৫২।
ভারতের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে উইকেটশূন্য ছিলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। পরের ম্যাচে স্পিন সহায়ক উইকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়েছেন মাত্র একটি উইকেট। তবে এরপরের পাঁচ ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন তিনি। পেয়েছেন ১৮টি উইকেট। এরমধ্যে টানা তিন ম্যাচে চার উইকেট নেয়ার পাশাপাশি দুই ম্যাচে পেয়েছেন ৩টি করে উইকেট।
আফগানিস্তানের বিপক্ষে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জাম্পা কিভাবে গত দুই বছরে সাদা বলের ক্রিকেটের সেরা স্পিনারদের একজন হয়েছেন তা বর্ণ্না করেছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
আইসিসির ওয়েবসাইটে নিজের কলামে ফিঞ্চ লিখেছেন, “অস্ট্রেলিয়ার হয়ে আবারও অসাধারণ ছিলেন অ্যাডাম জাম্পা। আমি আমার শেষ কলামে লিখেছিলাম যে সে কতটা চিত্তাকর্ষক ছিল এবং আমার জন্য যা আলাদা তা হল সে ব্যাটারদের কতটা ভালোভাবে পড়ছে। “
নিজের কলামে ফিঞ্চ আরো লিখেছেন, “টানা পাঁচ ম্যাচে কমপক্ষে তিনটি উইকেট নেওয়া তাঁর (জাম্পার) অবিশ্বাস্য ধারাবাহিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সম্ভবত বিশ্বজুড়ে দুটি সাদা বলের ফরম্যাটে কয়েক বছর ধরে প্রধান হোয়াইট-বল স্পিনার ছিলেন, এটি (বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স) তার নৈপুণ্যের দক্ষতার সত্য স্বীকৃতি।”
আজ আফগানদের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার। টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলার সুযোগ পেলে জাম্পা আরো কত উইকেট পান সেটাই এখন দেখার বিষয়।