টস জিতে ডাচদের বিপক্ষে ব্যাটিংয়ে ইংলিশরা

ভারতে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস। সাত ম্যাচের ছয়টায় হেরে ইংল্যান্ড আগেই সেমির দৌড় থেকে ছিটকে গেছে। অন্যদিকে এখনো কাগজে-কলমে টিকে থাকলেও ডাচদের সেমিতে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তবে চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে তাঁরা তাদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে। তবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্বে জায়গা পেতে দুই দলের জন্যই আজকের জয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

নেদারল্যান্ডস একাদশ:

ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।

ইংল্যান্ড একাদশ:

জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ।

Exit mobile version