টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড-আফগানিস্তান। টানা চতুর্থ জয়ের লক্ষ্য কিউইদের। অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে ‘জায়ান্ট কিলার’-তকমা পাওয়া আফগানরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের পর এবার নজর রাখবে শেষ দুই আসরের রানার্স-আপদের উপর। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। কেইন উইলামসনের ইনজুরিতে আজ দলের হয়ে অধিনায়কত্ব করছেন টম লাথাম। ওপেনার হিসেবে দলে ফিরেছেন উইল ইয়াং। অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে আফগানরা।

নিউজিল্যান্ড একাদশঃ ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, উইল ইয়ং, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক/উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

আফগানিস্তান একাদশঃ রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, রাশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজলহক ফারুকী।

Exit mobile version