দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়া বাংলাদেশের লক্ষ্য ২০২৫ সালের চ্যাম্পিয়নস লীগের মূলপর্বে জায়গা নিশ্চিত করা। অন্যদিকে কাগজে-কলমে বাদ না যাওয়া শ্রীলঙ্কার লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখা। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
ফিট না থাকায় বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের জার্সিতে আজ অভিষেক হয়েছে তানজিম হাসান সাকিবের। অন্যদিকে শ্রীলঙ্কা দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। করুণারত্নে ও হেমন্থার পরিবর্তে দলে এসেছেন কুশাল পেরেরা ও ধনাঞ্জয়া।
শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরীফুল ইসলাম।