বিশ্বকাপে প্রথম পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আজ দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
নেদারল্যান্ডস আজ ভারতকে হারাতে পারলে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে। তাতে বাদ পড়ে যাবে বাংলাদেশ। আর যদি ভারত আজ ডাচদের হারিয়ে দেয় তবে নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার লক্ষ্য।
নেদারল্যান্ডস একাদশ:
ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।