টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

সেমিফাইনালে ওঠার লক্ষ্যে প্রায় অসম্ভব এক সমীকরণ সামনে রেখে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলো পাকিস্তান। নিউজিল্যান্ডের চেয়ে নেট রানরেটে পাকিস্তান বিশাল ব্যবধানে পিছিয়ে আছে। আগে ব্যাটিং করতে পারলে অবশ্য একটা সুযোগ থাকতো। সেক্ষেত্রে বাবরদের জিততে হতো ২৮৭ রানে। তবে আগে বল করলে রান তাড়ায় ম্যান ইন গ্রিনদের তা ছুঁতে হতো ২.৪ ওভারের মধ্যে। যা অসাধ্যই বলা চলে। এমন ম্যাচেই টস ভাগ্য সহায় হলো না পাকিস্তানের।

কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিং নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

আজ একাদশে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। হাসান আলির পরিবর্তে দলে ফিরেছেন শাদাব খান। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন ও আদিল রশিদ।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।

Exit mobile version