ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস। বৃষ্টিতে সময়মতো টস অনুষ্ঠিত হয়নি। ৪৩ ওভারের ম্যাচে নির্ধারিত সময়ের দুই ঘন্টা পর খেলা মাঠে গড়িয়েছে। টস জিতে ফিল্ডিং করছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশাভ মাহরাজ, জেরার্ল্ড কোয়েৎজে এবং লুঙ্গি এনগিদি।
নেদারল্যান্ডস একাদশ:
ভিক্রামজিৎ সিং, ম্যাক্স ও’দাউদ, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডি, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাইবরান্ড এঙ্গেলব্রেখট, রোয়েলফ ফন ডার মারউই, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন।