বিশ্বকাপের এবারের আসরে এক অপ্রতিরোধ্য ভারতকে দেখলো ক্রিকেটবিশ্ব। রাউন্ড রবিন লিগে খেলা নয় ম্যাচের নয়টাতেই দাপট দেখিয়েছে স্বাগতিকরা। প্রতিটি ম্যাচেই ব্যাট ও বল হাতে অনবদ্য ছিলেন স্কাই ব্লুরা। প্রতিটি খেলোয়াড়ই যে নিজেদের সেরা ফর্মে আছেন গতকাল তার প্রমাণ মিললো আরো একবার।
ডাচদের বিপক্ষে বড় জয়ের দিনে রোহিতের দল আবারো প্রমাণ করলো কেনো তাঁরা বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার। ডাচদের বিপক্ষে এদিন নয়জন বোলার ব্যবহার করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শেষে জানিয়েছেন এমন কান্ডের নেপথ্যের কারণটাও।
নেদারল্যান্ডসের বিপক্ষে গতকালের ম্যাচে প্রথম ইনিংসে ৪১০ করে রানের পাহাড় গড়েন ভারতীয় ব্যাটাররা। বলাই যায় যে ম্যাচের ফলাফলটা আগেই নিজেদের দিকে নিয়ে রেখেছিলো রোহিতের দল। আর তাতেই বিশ্বকাপের দিকে চোখ রাখা দলটার কাছে সুযোগ আসে কিছু বোলিং বিকল্পকে পরখ করে দেখার। তাই কিনা নয়জন বোলারকে দিয়ে বল করানো হলো! ভারতের নিয়মিত পাঁচ বোলার তো আছেই। সাথে গতকাল বোলিং ডিপার্টমেন্টে যোগ দেন রোহিত-কোহলি-গিলদের মতো জেনুইন ব্যাটাররাও।
বোলিংয়ে এসে ওয়ানডেতে ছয় বছর পর নিজের প্রথম ওয়ানডে উইকেট তুলে নেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। অন্যদিকে ১১ বছর পর ওয়ানডেতে উইকেট নিয়েছেন পরীক্ষিত ওপেনার রোহিত শর্মা। এদিন বল নিয়ে হাত ঘুরিয়েছেন শুবমান গিল ও সূর্যকুমার যাদবও।
ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রোহিত জানান, ‘আজ (গতকাল) আমরা নয় বোলার ব্যবহার করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা কিছু বিষয়ে পরীক্ষা–নিরীক্ষা চালিয়েছি। বোলিং ইউনিট হিসেবে আমরা ভিন্ন কিছু করতে চেয়েছি। দেখতে চেয়েছি এই পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে আমরা কী কী করতে পারি।’
প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর, বেলা ২ টা ৩০ মিনিটে।