দক্ষিণ আফ্রিকার শক্তির উৎস জানালেন টেম্বা বাভুমা

টেম্বা বাভুমা

পাঁচ পেসার ও দুই স্পিনার নিয়ে ভারতে এসেছিলো দক্ষিণ আফ্রিকা। কিন্তু চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের চেয়ে ব্যাটিংটাই অনেক বেশি স্থির দেখাচ্ছে। তবে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা এখনও বিশ্বাস করেন যে তাদের আসল শক্তিটা বোলিংয়েই।

রেকর্ড গাঁথা ৭৫৪ রানের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে কুইন্টন ডি কক, র‍্যাসি ভ্যান ডার ডুসেন এবং এইডেন মার্করামের সেঞ্চুরিতে ৪২৮ রান জড়ো করে প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে ৩২৬ রান করে শ্রীলঙ্কা। টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দল ১০২ রানের জয় পেলেও প্রশ্ন উঠেছে দক্ষিণ আফ্রিকার বোলারদের শক্তিমত্তা নিয়ে। এই সমালোচনার জবাব দিয়েছেন অধিনায়ক বাভুমা নিজেই। তিনি বলেন, ‘আমি খুশি। আমরা জিততে চেয়েছিলাম এবং আমরা জিতেছি। ব্যাটার হিসেবে বলব, আমাদের কোনও ভুল ছিল না। বল হাতে আমরা পরিষ্কার একটি পারফরম্যান্স চেয়েছিলাম, সেটা পাইনি। তবে সবাই যার যার মতো করে ভালো বোলিং করেছে।‘

প্রোটিয়া অধিনায়ক আরো বলেন, ‘আমাদের মনে হয়েছে উইকেটে পরিবর্তন আসবে। তবে আসেনি। আমাদের সম্ভবত একজন স্পিনারের কমতি ছিল। আরও কিছু ভুল ছিল যেগুলো আমাদের ঠিক করে নিতে হবে।’

Exit mobile version