দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

বিশ্বকাপের ফাইনালে ভারতের হারে ‘উল্লাস করায়’ বাংলাদেশি পর্যটকদের বয়কটের ডাক দিয়েছে দার্জিলিংয়ের একটি হোটেল। ‘রয়োপোরাস তক্তসং’ নামে একটি হোটেল নিজেদের ফেসবুকের অফিসিয়াল পেজে লিখে দেয়, ‘অনির্দিষ্টকালের জন্য আমাদের হোটেলে বাংলাদেশি পর্যটকদের বুকিং আর নেওয়া হবে না। ধন্যবাদ।’

এরপরই খবরটি ভারত-বাংলাদেশসহ সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ভারতের হিন্দুস্তান টাইমসসহ একাধিক সংবাদমাধ্যম নিউজ করেছে।

গত ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে যায় রোহিত-কোহলির ভারত। পুরো আসরে অপরাজিত থেকে ফাইনালে এসে তরী ডুবে যায় ভারতের। ভারতের একাধিক সংবাদ মাধ্যমের দাবি ভারতের ওই হারে সোশ্যাল মিডিয়ায় উল্লাস করেছে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। যা ভারতীয়রা মেনে নিতে পারছে না।

এদিকে রয়োপোরাস তক্তসং নামে ওই হোটেলটির দাবি, শুধু তারা নয় দার্জিলিংয়ের আরো হোটেল বাংলাদেশিদের বয়কট করার ডাক দিচ্ছে। একই প্রসঙ্গে গত বৃহস্পতিবার ফেসবুকে আরো একটি স্ট্যাটাস দেয় হোটেলটি। সেখানে বলা হয়, ‘এভাবে 1* রিভিউ দিয়ে কি আপনাদের প্রতি মনোভাব বদলাতে পারবেন? আমাদের বাকি হোটেলিয়র বন্ধুরাও একই সিদ্ধান্ত নিতে চলেছেন। কোনো বিদ্বেষ রাখছি না, আপনাদের প্রতি। আপনারা আপনাদের মত ভালো থাকবেন। সুস্থ থাকবেন। কিন্তু, যারা বিনা প্ররোচনায় আমার দেশের বিরুদ্ধে নোংরামি করে যাচ্ছে দিনের পর দিন। তারা সংশোধিত না হওয়া অব্দি আমাদের এই বুকিং বন্ধের সিদ্ধান্ত বজায় থাকবে।’

রয়োপোরাস তক্তসং সবশেষ যে স্ট্যাটাসটি দিয়েছে তা তুলে ধরা হলো-

‘কোনো প্রতিষ্ঠান এর পক্ষেই তার 100% customer কে Satisfy করা প্রায় অসম্ভব। আর হোটেলের মত সার্ভিস industry তে নয়ই।

   তবুও গতকাল আমাদের হোটেলে বাংলাদেশি গেস্ট দের বুকিং বন্ধের সিদ্ধান্তের আগে অব্দি আমাদের গুগল রিভিউ ছিল 4.4*

  এই পোষ্ট করার সময় অব্দি তা 4*, হয়তো পরে সেটা আরো কমবে

গত 12 ঘন্টায় বাংলাদেশ থেকে অন্তত 20 টা 1* রিভিউ এসেছে। অবশ্যই ফেক রিভিউ।

 কিন্তু, এভাবে 1* রিভিউ দিয়ে কি আপনাদের প্রতি মনোভাব বদলাতে পারবেন? আমাদের বাকি হোটেলিয়র বন্ধুরাও একই সিদ্ধান্ত নিতে চলেছেন। কোনো বিদ্বেষ রাখছি না, আপনাদের প্রতি। আপনারা আপনাদের মত ভালো থাকবেন। সুস্থ থাকবেন। ❤️

  কিন্তু, যারা বিনা প্ররোচনায় আমার দেশের বিরুদ্ধে নোংরামি করে যাচ্ছে দিনের পর দিন। তারা সংশোধিত না হওয়া অব্দি আমাদের এই বুকিং বন্ধের সিদ্ধান্ত বজায় থাকবে।

 তাতে, আপনারা সারা দেশের মানুষ এসে 1* রিভিউ দিলেও সমস্যা নেই। এতে আমাদের রিভিউ 1* এ নামিয়ে দিলেও কোনো অসুবিধা নেই।

 Carry on Bro

আশাকরি, কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ও ওদেশে আছেন। ভালো থাকবেন তারা।’

Exit mobile version