গ্রুপ পর্বে একমাত্র অপরাজিত দল ছিল ভারত। অপরাজিত দল হিসেবে ফাইনাল খেলতে নেমেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। ফাইনাল শেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, দিনটা আমাদের ছিল না। ফলে ইতিবাচক ফলও পাইনি।
ফাইনালে হারলেও সতীর্থদের নিয়ে গর্বিত রোহিত শর্মা। বলেন, দল হিসেবে আমরা গর্বিত। তবে আমাদের আরো ২০/৩০ রান বেশি করার দরকার ছিল। যখন কোহলি ও লোকেশ রাহুল ব্যাট করছিল তখন আমরা ভেবেছিলাম রানা ২৭০-২৮০ হবে। কিন্তু ওই মূহুর্তে আমরা একের পর এক উইকেট হারিয়েছি।
রোহিত শর্মা আরো বলেন, দ্রুত অস্ট্রেলিয়া ৩ উইকেট হারালেও তারা একটা ভালো পার্টনারশিপ গড়েছে। বোর্ডে মাত্র ২৪০ রান থাকায় আমরা দ্রুত কিছু উইকেট তুলে নিতে চেয়েছিলাম। কিন্তু ট্রাভিস হেড এবং মার্নাস লাবুশেন দারুণ ব্যাট করেছে। তারা আমাদেরকে ম্যাচ থেকে ছিটকে দেয়। আসলে আমরা ভালো ব্যাট করতে পারিনি। ফলে ম্যাচট তাদের জন্য সহজ হয়ে যায়।