বিশ্বকাপ প্রায় শেষের দিকে। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে দেশ ছাড়া বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করলেও এরপরের ছয় ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেলো। গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিবের দল। বিশ্বকাপে এখনো শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচ দুইটি বাকী থাকলেও তা এখন শুধুই নিয়মরক্ষার।
লিগ পর্বেই বাদ হয়ে যাওয়ায় অংশগ্রহনকারী দল হিসেবে কত টাকা আর্থিক পুরস্কার পাবে বাংলাদেশ? সে প্রশ্নটাই এখন অনেকের মনে। ভারতে চলমান বিশ্বকাপের এবারের আসরে এক কোটি মার্কিন ডলার আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের এবারের আসরের পর্দা নামছে আগামী ১৯ নভেম্বর। শিরোপা নির্ধারণী ম্যাচটিতে যারা জয়ী হবে তাঁরা কত টাকা পুরস্কার পাবে তা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ মার্কিন ডলার। টাকার হিসাবে যা প্রায় ৪৪ কোটি টাকা। রানার্স-আপ দল পাবে ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা চ্যাম্পিয়ন দলের অর্ধেক; অর্থাৎ প্রায় ২২ কোটি টাকা।
বৈশ্বিক এই মেগা টুর্নামেন্টে খেলা কোনো দলকেই খালি হাতে ফেরাবেনা আইসিসি। সেমিফাইনাল খেলে বাদ হয়ে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে। এছাড়াও প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে যাওয়া প্রত্যেকটি দলই পাচ্ছে বড় অঙ্কের পুরস্কার। যেই ছয়টি দল সেমিফাইনালে উঠতে ব্যর্থ হবে তাঁরা প্রত্যেকেই পাবে ১ লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যেটা প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। এছাড়াও গ্রুপপর্বের প্রতিটি ম্যাচে জেতা দলগুলো পাবে ৪৩ লাখ ৮৯ হাজার টাকা করে।
বাংলাদেশ গ্রুপ পর্বে এখন পর্যন্ত শুধুমাত্র আফগানিস্তানকে হারিয়েছে। নিজেদের শেষ দুই ম্যাচে আগামী ৬ নভেম্বর শ্রীলঙ্কা এবং ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এখন পর্যন্ত হিসেব করলে প্রায় দেড় কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে জিততে পারলে টাকার পরিমাণটা আরো বাড়বে।