পাকিস্তানের বিপক্ষে ১ উইকেটের নাটকীয় জয় দক্ষিণ আফ্রিকার

বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ৪৬ ওভার ৪ বলে ২৭০ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৪৭ ওভার ২ বলে ৯ উইকেটে ২৭১ রান করে শ্বাসরুদ্ধকর জয় পায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো তারা। সমান সংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান।

চেন্নাইয়ে টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ৩৮ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা। ২০ রানে আব্দুল্লাহ শফিক ও ৩৮ রানে ইমাম উল হক আউট হয়েছেন। ৯ রান করেন শফিক। আর ১২ রান আসে ইমামের ব্যাট থেকে। এরপর মোহাম্মদ রিজওয়ানকে সাথে নিয়ে পাকিস্তানের ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক বাবর আজম। তবে দলীয় ৮৬ রানে বিদায় নেন রিজওয়ান। ৩১ রান করেছেন তিনি। ব্যাটিং অর্ডারে পরিবর্তন করে ইফতিখার আহমেদকে আজ পাঁচে নামিয়েছিল পাকিস্তান। কিন্তু দলের ব্যাটিংয়ে খুব একটা অবদান রাখতে পারেননি। ৩১ বলে ২১ রানে ফিরেছেন। হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন বাবর আজম। আর ঠিক ৫০ রান করেই আউট হয়েছে তিনি।

শাদাব খান হাত খুলে খেলার চেষ্টা করেন। ৩৬ বলে ৪৩ রান করে আউট হয়েছেন তিনি। পাকিস্তানের ইনিংসের দুটি হাফ সেঞ্চুরির আরেকটি করেছেন সৌদ শাকিল। ৫২ বলে ৫২ রান করে আউট হয়েছেন এই ব্যাটার। শেষ দিকে মোহাম্মদ নওয়াজের ২৪ রান ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। ৪৬ ওভার ৪ বলে ২৭০ রানে অলআউট হয় পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকার তেবরিয়াজ শামসি ৬০ রানে নিয়েছেন ৪ উইকেট। মার্কো জানসেন নেন ৩ উইকেট।

২৭১ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ৩১ রানে ইনফর্ম কুইন্টন ডি কককে হারায় দক্ষিণ আফ্রিকা। ২৪ রান করে আউট হয়েছেন তিনি। আরেক উদ্বোধনী ব্যাটার টেম্বা বাভুমাও বেশিক্ষণ স্থায়ী হতে পারেন নি। ২৮ রান করে আউট হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এরপর রানের চাকা সচল রাখেন ফন ডার ডুসেন ও এইডেন মার্করাম। দলীয় রান ১০০ পার করেন তারা। তবে ১৫ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ধাক্কা খায় প্রোটিয়ারা। ১২১ রানে ফন ডার ডুসেন ও ১৩৬ রানে হেনরিক ক্লাসেন আউট হয়েছেন। হার্ড হিটার ক্লাসেনকে আউট করলে স্বস্তি আসে পাকিস্তান শিবিরে। তবে পাকিস্তানকে হতাশ করেছেন মার্করাম। ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে জয়ের পথে ছুটেছেন। মিলার ২৯ রানে আউট হলেও সেঞ্চুরি ভেবে রেখেছিলেন মার্করাম। কিন্তু তার সেই আশা আর পূরণ হয় নি। ৯১ রানে মার্করামকে আউট করে ম্যাচ জমিয়ে তোলে পাকিস্তান।

দলীয় ২৫০ রানেই মার্করামের আউটের পর ফিরে গেছেন জেরার্ল্ড কোয়েৎজে। ২৬০ রানে নবম ব্যাটার হিসেবে লুঙ্গি এনগিদি আউট হলে নাটকীয়তায় রূপ নেয় ম্যাচ। দুই দলের দিকেই ম্যাচের ভাগ্য তখন ঝুলছিলো পেন্ডুলামের মতো। শেষ পর্যন্ত ১ উইকেটের নাটকীয় জয় পায় দক্ষিণ আফ্রিকা। ৪৭ ওভার ২ বলে ৯ উইকেটে ২৭১ রান করে খেলা শেষ করে প্রোটিয়ারা।

Exit mobile version