নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত চাপে থাকবে: রস টেলর

Ross Taylor reacts after his last match for New Zealand against the Netherlands at Seddon Park in Hamilton last week. File photo: AFP/Michael Bradley

বিশ্বকাপ ক্রিকেটে এক সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অন্য সেমিতে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গত বিশ্বকাপ অর্থাৎ ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালেও ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল।

সে সময়ের কথা স্মরণ করে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রস টেলর বলেছেন, ভারত ফেভারিট হয়েই সেমিফাইনালে এসেছে। সেমিফাইনালে উঠতে তাদের কোনো সমীকরণ অনুসরণ করতে হয়নি। কিন্তু নিউজিল্যান্ডকে কিছু সমীকরণ মানতে হয়েছে। পাকিস্তানকে টপকে শেষ চারে থাকতে রান রেটের দিকে খেয়াল রাখতে হয়েছে। কিন্তু সেমিফাইনালে নিউজিল্যান্ড অতসব চিন্তা ভাবনা করতে হবে না।

রস টেলর বলেন, নিউজিল্যান্ডের এখন হারানোর কিছুই নেই। ফলে তারা বিপদজনক হয়ে দেখা দিতে পারে। ভারত যদি কোনো দলকে মোকাবেলা করতে ভয় পায় তাহলে সেই দলটাই হচ্ছে নিউজিল্যান্ড। ফলে ভারত চাপে থাকবে।

২০১৯ সালের কথা মনে করে টেলর বলেন, সেটা ছিল দুইদিনের ওয়ানডে ম্যাচ। আমার জন্য অদ্ভূত এক পরিস্থিতি ছিল। আমি নট আউট ছিলাম। এতটাই নার্ভাস ছিলাম যে, টেস্ট ক্রিকেট তার কাছে কিছুই না। কেননা এটা ছিল বিশ্বকাপ, শুধু তাই নয়, সেমিফাইনাল ম্যাচ। ওল্ড ট্রাফোর্ডে সে ম্যাচ ৮০ ভাগই ছিল ভারতীয় দর্শক।

ওল্ড ট্রাফোর্ডে দুইদিন আগে দক্ষিণ আফ্রিকা তিনশ’র বেশি রান করেছিল। ধারাভাষ্যকাররা সেই কথা বারবার বলছিল। কিন্তু আমরা ধীর গতিতে রান করে যাচ্ছিলাম। কেন উইলিয়ামসন ও আমি বুঝতে পেরেছিলাম ২৪০-২৫০ হলে ভালোভাবে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে। ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট দ্রুত উইকেট তুলে নিয়েছিল। আমরা জানতাম এটাই হবে ম্যাচে কঠিন মুহুর্ত।

এবারের সেমিফাইনালে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদি নিউজিল্যান্ড ব্যাট ও বল হাতে ভালো একটু সূচনা করতে পারে তাহলে লড়াইয়ে ব্যাপারে তারা আত্মবিশ্বাস পাবে। উভয় ইনিংসের প্রথম ১০ ওভারের ম্যাচের গতি প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Exit mobile version