নেদারল্যান্ডের বিপক্ষে ৩০৯ রানের বিশাল জয় অস্ট্রেলিয়ার

বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ৩০৯ রানে ম্যাচ জিতেছে অজিরা। ওয়ানডেতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়। শ্রীলংকাকে ৩১৭ রানে হারিয়ে ওয়ানডেতে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডটি ভারতের।

আজকের ম্যাচে প্রথমে ব্যাট করে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৯৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ২১ ওভারে মাত্র ৯০ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

দিল্লীতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলীয় ২৮ রানে প্রথম উইকেট তুলে নিয়ে দ্রুত সাফল্য পেলেও পরে আর খুঁজে পাওয়া যায়নি নেদারল্যান্ডসের বোলারদের। ৯ রানে আউট হয়েছেন মিচেল মার্শ। এরপর বড় জুটি গড়ে তোলেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ১১৮ বল খেলে ১৩২ রান করেন তারা। স্মিথ ৬৮ বলে ৭১ রানে আউট হলে ভাঙে এই জুটি। বিশ্বকাপে স্মিথের রানে ফেরা স্বস্তির খবর অস্ট্রেলিয়ার জন্য। এরপর মারনাস লাবুশেনকে নিয়ে দলীয় ইনিংস বড় করেছেন ডেভিড ওয়ার্নার। হাফ সেঞ্চুরি করার পর ৪৭ বলে ৬২ রানে আউট হয়েছেন লাবুশেন। তবে শতককে নিশানা বানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেন তিনি। ৯২ বলে শতকের দেখা পান ওয়ার্নার। এটি ২২তম ওয়ানডে সেঞ্চুরি অজি এই ওপেনারের। আর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কোন ব্যাটারের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।

বিশ্বকাপে ওয়ার্নারের নামের পাশে এখন ছয়টি সেঞ্চুরি। ছাড়িয়ে গেছেন রিকি পন্টিংয়ের পাঁচটি সেঞ্চুরিকে। শেষ পর্যন্ত ৯৩ বলে ১০৪ রানে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে নেদারল্যান্ডনের বোলাররা অসহায় ছিল গ্লেন ম্যাক্সওয়েলের সামনে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ম্যাক্সওয়েল। ৪০ বলে সেঞ্চুরি করেছেন তিনি। এবারের বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ৪৯ বলে ১০০ রান করে সবচেয়ে কম বলে শতকের রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার মার্করাম। ১৭ দিনের ব্যবধানে তাকেও ছাড়িয়ে গেলেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত গ্লেস ম্যাক্সওয়েল থেমেছেন ৪৪ বলে ১০৬ রানে। ৯টি চার ও ৮টি ছয় ছিল তার ইনিংসে। আর এতে করে ৮ উইকেটে ৩৯৯ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসের লোগান ফন বিক নিয়েছেন ৪ উইকেট।

৪০০ রানের বিশাল টার্গেট দেখে শুরুতেই ভেঙে পড়ে নেদারল্যান্ডস। আসা যাওয়ার মাঝেই ব্যস্ত ছিলেন দলের ব্যাটাররা। অস্ট্রেলিয়ার মতো দলীয় ২৮ রানেই প্রথম উইকেট হারায় তারা। কিন্তু সেই থেকে যে পতনের শুরু আর দাঁড়াতেই পারেনি। ৮৬ রানে ৮ উইকেট হারিয়ে ১০০ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল তাদের। শেষ পর্যন্ত তাই হয়েছে। ২১ ওভারে ৯০ রানে অলআউট হয়েছে নেদারল্যান্ডস। ৩০৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হেরেছে তারা।

নেদারল্যান্ডসের সর্বোচ্চ ২৫ রান করেছেন ওপেনিং ব্যাটার ভিক্রামজিৎ সিং। অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা ৩ ওভার বল করে ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।

Exit mobile version