বাংলাদেশের কাছে আফগানদের হারকে বিশ্বকাপের বড় অঘটন বললেন আকাশ চোপড়া

ভারতে চলছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বক্রিকেটের এই মেগা টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলো বাংলাদেশ। শুরুটা একেবারে স্বপ্নের মতোই ছিলো সাকিবদের। আফগানিস্তানকে হারিয়ে লিটন-মুশফিক-মুস্তাফিজরা জানান দেয় বিশ্বকাপ জেতাটাই তাঁদের মূল উদ্দেশ্য। তবে পরের ছয় ম্যাচের সবগুলোতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এমনকি তাঁদের লজ্জার হার দেখতে হয়েছে চলতি বিশ্বকাপে খাতা কলমে সবচেয়ে দুর্বল দল নেদারল্যান্ডসের সাথেও।

এদিকে, একেবারেই ভিন্ন চিত্র আফগানিস্তানের। বাংলাদেশের পর ভারতের কাছে হারলেও তৃতীয় ম্যাচে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় আফগানরা। অবশ্য পরবর্তী ম্যাচে রশিদ খানরা নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পর অনেকেই ধারণা করেছিলেন, হয়তো ইংলিশদের বিপক্ষে আফগানদের জয়টা ফ্লুক ছিলো।

তবে সেই ধারণাকে বদলে দিয়ে পরবর্তী ম্যাচে ৯২’এর বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করে নবী-রশিদ-মুজিবরা। শুধু তাই নয়, চলতি বছরে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের রানার্স-আপ শ্রীলঙ্কাকে তাঁরা হারিয়েছে বেশ হেসে-খেলেই।

গতকাল নেদারল্যান্ডসকে হারিয়ে চার জয়ে আট পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে তৃতীয় বিশ্বকাপ খেলতে আসা আফগানিস্তান। সেমিফাইনালে খেলার দারুণ সুযোগও রয়েছে তাঁদের সামনে। তাইতো দারুণ ছন্দে থাকা এই আফগানিস্তানের বাংলাদেশের বিপক্ষের হারটা বিশ্বকাপের সত্যিকারের অঘটন মনে করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে (সাবেক টুইটার) আকাশ লিখেছেন, ‘বাংলাদেশের কাছে আফগানিস্তানের হার এই বিশ্বকাপের সত্যিকারের অঘটন, যেটা বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র জয়। যদি আফগানিস্তান জয় দিয়ে বিশ্বকাপ শুরু করত, তারা আজই (গতকাল) সেরা চারে চলে যেত।’

আফগানিস্তানের পরবর্তী ম্যাচ আগামী ৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচটি জিততে পারলেই সেরা চারে জায়গা করে নেবেন হাশমতুল্লাহ শহীদির দল।

Exit mobile version