বাংলাদেশ-আফগানিস্তান দু’দলই জয় দিয়ে শুরুটা রাঙাতে চায়

ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে দুই দলের। লাল-সবুজের প্রতিনিধিদের নেতৃত্বে থাকা সাকিব আল হাসান জয় দিয়েই নিজেদের শুরুটা রাঙাতে চাইবেন। অন্যদিকে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদির আফগানিস্তানও চাইবে বাংলাদেশকে হারিয়ে শুভ সূচনা করতে।

যদিও বাংলাদেশের বিপক্ষে আফগানদের অতীত পরিসংখ্যান তাদের পক্ষে কথা বলছে না। একদিনের ক্রিকেটে ১৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে আফগানিস্তানের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ৯টি ম্যাচে। এছাড়াও বিশ্বকাপে এখন পর্যন্ত টাইগারদের বিপক্ষে জয়শূন্য আফগানরা। 

চলতি বিশ্বকাপের মূল পর্বে খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও হারের তিক্ত স্বাদ গ্রহণ করতে হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে।

অন্যদিকে, নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার কথা ছিলো আফগানিস্তানের। তবে বৃষ্টিতে ম্যাচটি ভেস্তে যায়। এরপর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পায় আফগানিস্তান।

চলতি বছরে অনুষ্ঠিত এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানদের বিপক্ষে ৮৯ রানের বড় জয়ে টুর্নামেন্টের সুপার ফোরে জায়গা করে নিয়েছিলো সাকিবরা। এবার বিশ্বকাপের বড় মঞ্চে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান সেই হারের বদলা নিতে পারে কিনা সেটাই দেখার বিষয়।

ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের শীতকালীন রাজধানী ধর্মশালার স্টেডিয়ামের পিচ পেসারদের বাড়তি সুবিধা দিবে। নতুন বলে ভালো করতে মুখিয়ে থাকবেন তাসকিন, শরীফুল, মুস্তাফিজরা। তবে বল পুরোনো হয়ে গেলে ব্যাটারদের জন্য রান করা সহজ হয়ে যাবে। তবে এই পিচে রান তাড়া করাটা মোটেও সহজ হবে না। সেক্ষেত্রে টসজয়ী অধিনায়ক নিঃসন্দেহে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে আগ্রহী হবেন।

Exit mobile version