অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা ভারত দলীয় ২ রানে তিন উইকেট হারিয়ে রীতিমতো ধুকছিলো। তখনই কাণ্ডারি হয়ে এলেন বিরাট কোহলি। ব্যক্তিগত ১২ রানে জীবন পাওয়া এই ব্যাটার শেষ পর্যন্ত ৮৫ রানে আউট হন। হারের শংকায় পড়ে যাওয়ার ভারতের জয় তখন সময়ের ব্যাপার মাত্র।
কেএল রাহুলের সাথে ১৬৪ রানের জুটিতে টপকে গেলেন শচীন টেন্ডুলকারের দুই-দুইটা রেকর্ডও। একটা, সফল রান তাড়ায় সবচেয়ে বেশি রান। দ্বিতীয়টা, আইসিসি’র কোন টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান। শুধু ভারতীয় ক্রিকেট নয়, বিশ্ব ক্রীড়াঙ্গনেরই আইকনিক এক খেলোয়াড় শচীন। ক্যারিয়ারের শুরু থেকেই মাস্টার ব্লাস্টার শচীনের সাথে তুলনা হয়ে আসছিলো বিরাটের নাম। সেই শচীনের দুই রেকর্ড নিজের করে নিতে পারাটা অবশ্যই ক্যারিয়ারে অবশ্যই বিশেষ কিছু।
শচীন ১২৪ সফল ইনিংসে করেছিলেন ৫ হাজার ৪৯০ রান। আর বিরাট সেটা করলেন ৯২ ইনিংসেই। আর আইসিসির টুর্নামেন্টে ৫৮ ইনিংসে শচীনের রান ছিলো ২৭১৯ রান। বিরাট ৬৪তম ইনিংসে সেটা টপকালেন। এই বিশ্বকাপেই গ্রুপ পর্বে আরও আট ম্যাচ পাচ্ছেন বিরাট। ফলে রেকর্ডটা আরও বাড়িয়ে নেয়ার সুযোগতো পাচ্ছেনই কিং কোহলি।