বিশ্বকাপে তার অন্তর্ভূক্তি নিয়ে কম নাটকীয়তা হয়নি। তাকে বাইরে রেখে বিশ্বকাপ স্কোয়াড তৈরিতে কম ষড়যন্ত্র হয়নি। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ বিশ্বকাপে সুযোগ পান। তিনি খেলছেনও, শুধু তাই নয়, বাংলাদেশের লজ্জাও নিবারণ করে চলেছেন।
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল। টস হারের পর আগে ফিল্ডিং করে নাক আর চোখের পানি এক হওয়ার অবস্থা হয়েছিল বোলারদের। প্রোটিয়া ব্যাটারদের তাণ্ডবে বোলারদের দিক হারানোর অবস্থা হয়েছিল।
ব্যাট হাতে তো আরো নাজুক অবস্থা। স্কোরবোর্ডে ৪২ রান জমা হতেই শীর্ষ চার ব্যাটার দর্শক হয়ে যান। আসা যাওয়ার পালা ব্যাটারদের। ব্যতিক্রম শুধু সেই মাহমুদউল্লাহ। বুক চিতিয়ে লড়াই করেছেন। ১১১ রানের অসাধারণ এক ইনিংস খেলে বাংলাদেশকে বড় হারের লজ্জা থেকে রক্ষা করেছেন। বাংলাদেশের নামী দামী ও নির্ভরযোগ্য ব্যাটারসহ দশজন যে রান করেছেন মাহমুদউল্লাহ একাই তার থেকে বেশি করেছেন।
স্কোরবোর্ডে বাংলাদেশের মোট রান ২৩৩। এর মাঝে অতিরিক্ত খাত থেকে ১৭ রান। বাকি ২১৬ রানের ১১১ রান মাহমুদউল্লাহর। বাকি দশজনের রান ১০৫। আগের দুই ইনিংসে মাহমুদউল্লাহর রান ৪৬ ও ৪১*। ৪৬ রান ছিল বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। আর ৪১* রান ছিল দ্বিতীয় সর্বোচ্চ।
বাংলাদেশ বিশ্বকাপে এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছে। মাহমুদউল্লাহ খেলেছেন চার ম্যাচ। এর মধ্যে এক ম্যাচে তার ব্যাটিংয়ের প্রয়োজন হয়নি। মাত্র তিন ম্যাচ খেলে মাহমুদল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ রান (১৯৮) সংগ্রহকারী। শুধু তাই নয়, সর্বোচ্চ ইনিংসেরও (১১১) মালিক তিনি। এবারের বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তিনি।
শুধু তাই নয়, বাংলাদেশের হয়ে সর্বাধিক ওভার বাউন্ডারিও এসেছে তার ব্যাট থেকে। এবারের বিশ্বকাপে সবচেয়ে ওভার বাউন্ডারি মারার তালিকায় সপ্তম স্থানে মাহমুদউল্লাহ। তিন ইনিংসে ৯টি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি।
এ ম্যাচে সেঞ্চুরির মাঝ দিয়ে একটা রেকর্ডও গড়েছেন মাহমুদউল্লাহ। বিশ্বকাপে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির মালিক তিনি। বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটাররা এ পর্যন্ত ছয়টি সেঞ্চুরি করেছেন। এর মাঝে মাহমুদউল্লাহ তিন অঙ্কের এই যাদুকরী রানের দেখা পেয়েছে তিনবার। দুইবার সেঞ্চুরি করেছেন সাকিব আর হাসান। আর একবার মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি। সর্বোচ্চ রানের সেঞ্চুরিটিও মাহমুদউল্লাহ। ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১২৮ রান করেছিলেন। যা বিশ্বকাপে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংস।
মাহমুদউল্লাহ ব্যাটিং পজেশন নিয়ে বিদেশিরাও কম সোচ্চার হয়নি। তাকে কেন আরো উপরে বা আরো আগে ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হচ্ছে না তা নিয়ে সাবেক তারকারা উদ্বেগ প্রকাশ করেছেন। সর্বশেষ এ তালিকায় যোগ হয়েছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম। মাহমুদউল্লাহকে আরো আগে ব্যাটিং করার সুযোগ না দেওয়ায় তিনি বাংলাদেশ দলের সমালোচনা করেন।