বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যর্থ ছিলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে কিছু বুঝে ওঠার আগেই বিদায় নিতে হয়েছিল। রানের খাতা খোলারই সুযোগ পাননি। আফগানিস্তানের বিপক্ষে যেনো সেই ঝালটা মেটালেন ভারতের এ ওপেনার। বিধ্বংসী ব্যাটিং করেছেন। আর তাতেই বিশ্বকাপে রেকর্ডের খাতা নতুন করে লিখতে বাধ্য করলেন ভারতের ডান হাতি এ ব্যাটার।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রানের ফুলঝুড়ি খুলে বসেছেন রোহিত শর্মা। ছুঁয়েছেন তিন অঙ্কের সেই যাদুকরী রান। করেছেন ব্যাটারের সেই কাঙ্খিত সেঞ্চুরি। ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি। এ সেঞ্চুরিতে রোহিত শর্মা পেছনে ফেলে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে। গত জানুয়ারি থেকে রিকি পন্টিং তার সঙ্গী হয়ে ছিলেন। ভিন্নভাবে বললে ক্রিকেটকে বিদায় জানানো রিকি পন্টিং অনেক আগেই ত্রিশতম সেঞ্চুরি করেছেন। গত জানুয়ারিতে রোহিত শর্মা তার পাশে বসেছিলেন।
আফগানিস্তানের বিপক্ষে এ সেঞ্চুরির ফলে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় রোহিত শর্মা তিনে উঠে এসেছেন। তার ওপরে রয়েছেন বিরাট কোহলি। তিন অঙ্কের এই যাদুকরী রান কোহলি ৪৭ বার দেখা পেয়েছেন। আর সবার উপরে শচীন টেন্ডুলকার। তার সেঞ্চুরির সংখ্যা ৪৯।
ওয়ানডে সেঞ্চুরিতে শচীন সবার উপরে। রোহিত শর্মা তিনে। তবে রোহিত শর্মার একত্রিশতম সেঞ্চুরিটা হয়েছে বিশ্বকাপের আসরে। আর সেখানে সেঞ্চুরির লড়াইয়ে রোহিত শর্মার উপরে কেউ নেই। সবাইকে পেছনে ফেলেছেন। সবার উপরে তিনি। আফগানিস্তানের বিপক্ষে এই সেঞ্চুরি নিয়ে বিশ্বকাপে রোহিতের সেঞ্চুরি সংখ্যা দাঁড়িয়েছে সাতে। বিশ্বকাপে শচীনের সেঞ্চুরি সংখ্যা ছয়। তিনে রয়েছে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। পাঁচটি সেঞ্চুরি তার। রিকি পন্টিয়েরও সেঞ্চুরি পাঁচটি।
ম্যাচে বেশ মারমুখী ব্যাটিং করেছেন রোহিত শর্মা। সেঞ্চুরি করেছেন মাত্র ৬৩ বলে। এর ফলে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির তালিকার শীর্ষ দশে ঢুকে পড়েছেন তিনি। ইনিংসে বাউন্ডারি মেরেছেন একডজন। আর ওভার বাউন্ডারির সংখ্যা চার। দ্রুততম সেঞ্চুরির তালিকায় সবার উপরে রয়েছেন এইডেন মার্করাম। ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
রোহিত শর্মা এ ম্যাচ আরো একটা কীর্তি গড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ডটা নিজের করেছেন। এতদিন এটি ক্রিস গেইলের দখলে ছিল। তার ছক্কার মার ছিল ৫৫৩ টি। রোহিত শর্মা তাককে দ্বিতীয় স্থানে নামিয়ে দিয়েছেন। সবেচেয়ে বেশি ছক্কার মারে তৃতীয় স্থানে শহীদ আফ্রিদি (৪৭৬), চতুর্থ স্থানে ব্রেন্ডন ম্যাককুলাম (৩৯৮) ও পঞ্চম স্থানে মার্টিন গাপটিল (৩৮৩)।