সেমিফাইনালের স্বপ্ন নিয়ে দেশ ছাড়া বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করলেও পরের ছয় ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলো। এরপর বাকী ছিলো নিয়মরক্ষার দুই ম্যাচ। শ্রীলঙ্কার সাথে জিতলেও গতকাল পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে মুশফিক-রিয়াদরা। এতে শেষ হলো বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ যাত্রা।
খেলাতে প্রাপ্তি না থাকলেও খেলার বাইরে কি পেলো বাংলাদেশ? লিগ পর্বেই বাদ হয়ে যাওয়ায় অংশগ্রহনকারী দল হিসেবে কত টাকা আর্থিক পুরস্কার পাবে বাংলাদেশ? সে প্রশ্নটাই এখন অনেকের মনে। ভারতে চলমান বিশ্বকাপের এবারের আসরে এক কোটি মার্কিন ডলার আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্বকাপের এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ মার্কিন ডলার। টাকার হিসাবে যা প্রায় ৪৪ কোটি টাকা। রানার্স-আপ দল পাবে ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা চ্যাম্পিয়ন দলের অর্ধেক; অর্থাৎ প্রায় ২২ কোটি টাকা।
বৈশ্বিক এই মেগা টুর্নামেন্টে খেলা কোনো দলকেই খালি হাতে ফেরাবেনা আইসিসি। সেমিফাইনাল খেলে বাদ হয়ে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে। এছাড়াও প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে যাওয়া প্রত্যেকটি দলই পাচ্ছে বড় অঙ্কের পুরস্কার। যেই ছয়টি দল সেমিফাইনালে উঠতে ব্যর্থ হবে তাঁরা প্রত্যেকেই পাবে ১ লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যেটা প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। এছাড়াও গ্রুপপর্বের প্রতিটি ম্যাচে জেতা দলগুলো পাবে ৪০ হাজার ডলার করে।
বাংলাদেশ গ্রুপ পর্বের নয় ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়েছে। সেই হিসেবে দুই জয়ের জন্য ৪০ হাজার করে মোট ৮০ হাজার ডলার পাবে লাল-সবুজের প্রতিনিধিরা। এছাড়া প্রথম পর্বে অংশ নেয়ায় বাড়তি এক লাখ ডলারতো আছেই। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশ পাচ্ছে মোট ১ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি টাকা।