ব্যাটিং অর্ডার নিয়ে মিরাজের কোন অভিযোগ নেই

মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ জাতীয় দলের অন্যতম তারকা অলরাউন্ডার। দলের প্রয়োজনে কখনো খেলছেন ওপেনার হিসেবে, কখনও ওয়ানডাউনে। ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ তিনি খেলেছেন মিডল অর্ডারেই। সেখানেও নির্দিষ্ট ছিলো না তার ব্যাটিং অর্ডার।

কখনো ছয় নাম্বার, কখনো সাত আবার কখনো কখনো আট নাম্বারে। প্রশ্ন উঠেছে জাতীয় দলে মিরাজের ব্যাটিং পজিশন আাসলে কোনটা? তাঁর স্বাচ্ছন্দ্যের পজিশনই বা কোনটা? এর উত্তরটা মিরাজ নিজেও জানেন না। গতকাল পাকিস্তানের বিপক্ষে অবশ্য আটে নেমেছিলেন তিনি।

গতকাল পাকিস্তানের সাথে সাত উইকেটে হারের পর বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনে আসেন মেহেদী হাসান মিরাজ। সেখানে তার ব্যাটিং পজিশনের অদল বদল নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘এই যে পজিশন বদল, সেটি দলের সমন্বয় তৈরি করতেই হচ্ছে। প্রতি ম্যাচেই ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়, কে কোথায় ব্যাটিং করবে। এটা দলের জন্যই। যে ভালো খেলতে পারে, তাকেই সুযোগ দেওয়া হয়।’

এই পরীক্ষা-নিরীক্ষার বাংলাদেশ দলে কেউই নিজের ছন্দটা খুঁজে পাচ্ছে না। তাই বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তনে আফসোস নেই মিরাজের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাতে দারুণ ছন্দে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে প্রমোট করে পাঁচে খেলানো হয়েছে। মুশফিকও এদিন নেমেছিলেন চার নম্বরে। এর কারণ জানতে চাইলে মিরাজ জানান, ‘রিয়াদ ভাইকে ওপরে ব্যাটিং করানো হয়েছে। কারণ, তিনি খুব ভালো খেলছেন, ভালো শেপে আছেন। আর তিনি আত্মবিশ্বাসীও এই মুহূর্তে। এটি বিবেচনা করেই তাকে ওপরে পাঠানো হয়েছে। মুশফিক ভাইকেও।’

দলের এমন বাজে অবস্থার পেছনের কারণ জিজ্ঞাসা করা হলে জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার জানান, ‘আমরা কেউই ক্লিক করছি না। কাউকে দোষ দিতে চাই না। আমরা সবাই খারাপ করেছি। আলাদা করে বলতে চাই না যে দু’-একজন খারাপ খেলেছি। আমরা সবাই খারাপ খেলেছি, মেনে নিচ্ছি।’

Exit mobile version